খেলা

ক্রিকেট কে বিদায় জানালেন স্টেনগান!

Advertisement

সুরজিৎ দাস : ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ খবর একদা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফাস্ট বোলার ডেল স্টেইন অবসর ঘোষণা করলেন। স্টেইন এদিন সাংবাদিক সম্মেলনে জানান তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না তবে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলে যাবেন। তিনি আরোও বলেন ‘টেস্ট ক্রিকেট হলো ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ফরম্যাট এবং এটি খেলতে প্রভূত মানসিক ও শারীরিক শক্তি লাগে, তাই ভেবেই খারাপ লাগছে যে এরপর থেকে আমি আর টেস্ট খেলবো না।’ ডেল স্টেইন হলেন একদা বিশ্বের শ্রেষ্ঠ ফাস্ট বোলার দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ৯৩ টি টেস্টম্যাচে ৪৩৯ টি উইকেট নিয়েছেন তিনি।

এছাড়াও বহুবার ১০ ও তার অধিক উইকেট নিয়েছেন এই প্রোটিয়া ফাস্ট বোলার। ডেল স্টেইন এর টেস্ট ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের বিরুদ্ধে এবং দেশের জার্সিতে নিজের শেষ টেস্টটি খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। স্টেইনের মতো বিশ্ব ক্রিকেটের এরম একজন নক্ষত্রের টেস্ট অবসর সত্যি কষ্টদায়ক অনেক ক্রিকেটপ্রেমীর কাছে।

Related Articles

Back to top button