নিউজ

ধোনির গলায় এই গানটি শুনে দেখুন!

Advertisement

এর আগে যখন সুরেশ রায়না একটি গান গেয়েছিলেন তখন যেমন তোলপাড় হয়েছিল নেট দুনিয়া ঠিক তেমন তোলপাড় হচ্ছে নেট দুনিয়ায়। এবার সুরেশ রায়না পরিবর্তে তোলপাড় করলে ধোনি। বিরাট কোহলি রা যখন ফ্লোরিডার ক্যারিবিয়ান সফরে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। তখন সেনাদের সঙ্গে যোগদান দিয়ে দেশ রক্ষার কাজে বিরত মহেন্দ্র সিং ধোনি। লেফটেন্যান্ট কর্নেল ধোনিকে কিছুদিন আগে অটোগ্রাফ দিতে দেখা যাচ্ছিল এবার দেখা গেছে ধোনিকে গায়ক হিসেবে। টুইটারের এক ভাইরাল ভিডিও তে দেখা গেল সেনার পোশাকে “মে পাল দো পাল কা শায়ার হু” গানটিতে।

Related Articles

Back to top button