ক্রিকেটখেলা

ক্যারিবিয়ান বোলিং এর দাপট টেস্টের শুরুতেই, বিপর্যয়ের মুখে পড়লো ভারত!

Advertisement

সুরজিৎ দাস: ক্যারিয়ান ক্রিকেটে কি সুবর্ণযগ ফিরলো একটা সময় ছিলো যখন ক্যারিবিয়ান পেশার দের সামনে হাটু কাপতো বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় ব্যাটসম্যান দের যদিও সে অনেক আগের কথা। কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের শুরুটা খানিক সেই ভাবেই করলো ওয়েস্ট ইন্ডিজ। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডার, ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লো ভারত সৌজন্যে কিমার রোচ। ক্রিজে সেট হওয়ার আগেই পর পর আউট হয়ে ফিরে যান মায়ঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা। এরপর বিরাট নেমে কিছুটা হাল ধরলেও শ্যানন গ্যাব্রিয়েল এর বলে তিনিও প্যাভিলিয়ন এ ফিরে যান। মাত্র ৮ ওভারের মধ্যেই ভারতের তিন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় চাপে পরে যায় টিম ইন্ডিয়া যদিও এই অবস্থা দল কে কিছুটা হলেও ভদ্রস্থ জায়গায় নিয়ে যান কে এল রাহুল কিন্তু তিনিও ৪৪ রান করে প্যাভিলিয়ন এ ফিরে যান। এখন দেখার কোথায় গিয়ে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস তবে যাই হোক ম্যাচের শুরুতে অতীতের গৌরবময় স্মৃতি কে আন্টিগুয়া তে ফিরিয়ে আনলেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল রা।

Related Articles

Back to top button