সুরজিৎ দাস : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে টি টোয়েন্টির অভিজান শুরু করলো ভারত। এদিন যুক্তরাষ্ট্র এর উপকূলবর্তী শহর ফ্লোরিডার সেন্ট্রাল রিজিওনাল পার্কে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ কে প্রথম ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাটিং বিপর্যয়ে জর্জরিত ক্যারিবিয়ান বাহিনী ৯৭ রান তোলে, পোলার্ড ছাড়া কেউ তেমন একটা রান করতে পারে নি।
ভারতের হয়ে নবাগত নভদীপ সাইনি নেন ৩ টি উইকেট এছাড়াও ভুবনেশ্বর নেন ২ টি ও ক্রুণাল, খলিল ও জাদেজা নেন ১ টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মন্থর পিচের জন্য সমস্যায় পরে ভারত ও। রোহিতের ২৪ ছাড়া কেউ তেমন বড়ো রান পান নি। সুনীল নারিন প্রত্যাবর্তন ম্যাচে নেন দুটি উইকেট। নির্ধারিত ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে রান তুলে নেয় ভারত। এদিন ২ টি ছক্কা মেরে ক্রিস গেইল কে ছুঁয়ে ফেলেন রোহিত।