খেলা

কোচের পদ থেকে বাদ পড়লেন, নতুন কোচ কে হতে চলেছেন?

Advertisement

পিসিবি এর তরফ থেকে জানানো হয়েছে পাকিস্থান দলের প্রধান কোচ মিকি আর্থার এর সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তারা। মিকি আর্থার বলেছিলেন, তাকে আরও দুএক বছর সময় পাকিস্থান অনেক ভালো ফল করবে। পিসিবির এই সিদ্ধান্তে কিছুটা হতাশ কোচ মিকি আর্থার। আর্থার পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে দলের নেতৃত্ব থেকে সরানোর দাবি করেছিলেন। এই দাবি তোলার ৪৮ ঘণ্টার মধ্যেই চাকরি হারালেন পাক কোচ মিকি আর্থার। পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘মিকি আর্থারের দলের প্রতি দায়বদ্ধতা ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’ নতুন কোচ হিসেবে ভেসে আসছে ওয়াসিম আক্রম ও ইনজামাম উল হক এর নাম। এবার শুধু দেখার পাকিস্থানের নতুন কোচ কে হতে চলেছেন।

Related Articles

Back to top button