খেলা

কেন নির্বাসিত হল পৃথ্বী শ? জানুন আসল কারণ!

Advertisement

ভারত বার্তা ডেস্ক : খারাপ খবর ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। দেশের অন্যতম সফল তরুণ ক্রিকেটার পৃথ্বী শ’কে ৮ মাসের জন্য নির্বাসিত করল বিসিসিআই।

বিসিসিআই সূত্রে খবর, ইন্দোরে সইদ মুস্তাক আলি টুর্ণামেন্ট চলাকালীন তাঁর মূত্রের নমুনায় নিষিদ্ধ টারবুটালাইন পাওয়া যায়। যা সাধারণত কাশির সিরাপে থাকে। নিয়ম অনুযায়ী, এই উপাদান কোনো ক্রিকেটারের শরীরে থাকলে, সে কোনো স্তরের ক্রিকেটই খেলতে পারবে না। টেস্ট, রঞ্জি ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই তরুণ ক্রিকেটার এই হেন কাণ্ডে হতবাক ভারতীয় ক্রিকেট মহল। তবে পৃথ্বী জানান, তিনি ইচ্ছাকৃতভাবে নেননি। শারীরিক অসুস্থতা জনিত কারণে ওষুধ মারফত তিনি এটি নেন।

পারফরম্যান্স বাড়ানোর তত্ত্বকে তিনি একেবারেই অস্বীকার করেন। সূত্রের খবর, পৃথ্বীর এই জবাবে সন্তুষ্ট বিসিসিআই কর্তারা। তাই ৮ মাসের নির্বাসিত দিয়ে তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল তিনি যেন আর না করেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করল আইসিসি, দেখুন কোন কোন দল খেলবে এই টুর্নামেন্টে?

Related Articles

Back to top button