মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকাররের উদ্দেশে বলেছেন এখন ‘শুধু হোক কাজের প্রতিযোগিতা, ভোটের সময় হবে ভোটের রাজনীতি’। জ্যের মতো। ডান্ডা-ঝান্ডা নিয়ে, ফেট্টি বেঁধে, হইচই করে, দাঙ্গা বাঁধিয়ে লাভ নেই। আগুন লাগিয়ে লাভ নেই।’
মঙ্গলবার বিকেলে সৈকতনগরী দীঘায় নবনির্মিত আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধনী মঞ্চ থেকে শুধু এই বার্তা দিয়েই ক্ষান্ত থাকেননি মমতা। তার কথা শুনে মনে হচ্ছিল যেন তিনি রুদ্র মূর্তি ধারণ করেছিলেন। ফের আজ বুধবার পূর্ব মেদিনীপুর প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন ‘ কেন্দ্রীয় সরকার প্রচুর অসুবিধার সৃষ্টি করছে, আমাদের কাজ করতে দিচ্ছেনা।’ তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে আবার প্রতিবাদ করা চলবেনা নাহলে আবার কেন্দ্রীয় সরকারের মদতে আমরা জেলে যাব। ওরা যা ইচ্ছা করুক। আমাদের আটকানো যাবে না, আমরা আমাদের কাজে অটল থাকবো।’