আন্তর্জাতিকদেশনিউজ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে নেই মুসলিম দেশগুলিও!

Advertisement
Advertisement

অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে ভারতের বিরোধিতা করে আসছে পাকিস্তান। এমনকি যুদ্ধের হুঁশিয়ারিও ইমরান খানের সরকার। তবে, এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলো যে তাদের তা স্বীকার করে নিল পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে বলেন, “কাশ্মীর ও পাকিস্তানের মানুষকে এ বিষয়ে অবগত থাকতে হবে যে, না কেউ তাদের জন্য অপেক্ষা করছে, না কেউ তাদের আমন্ত্রণের জন্য অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, “রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পুরোপুরি এর সাথে নেই। কেউ একজন সদস্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা নিয়ে কোন ধোঁয়াশা থাকা উচিত নয়।”

Advertisement
Advertisement

রাষ্ট্রসংঘের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে রাশিয়া সরাসরি ভারত সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল। আমেরিকা কাশ্মীর ইস্যুকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে পক্ষান্তরে ভারতকেই সমর্থন করে। চিনও এ বিষয়ে পাকিস্তানের পাশে নেই। ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে পাকিস্তানের করা অভিযোগও রাষ্ট্রসংঘে খারিজ হয়ে গিয়েছে। এরপর বিশ্বের বাকী মুসলিম দেশগুলিও পাশে দাঁড়াতে অস্বীকার করায় বিপাকে পড়ল পাকিস্তান। অরগানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের দুই সদস্য ইউনাইটেড আরব অফ এমিরেটস ও মালদিভস কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার সিদ্ধান্তে সমর্থন জানিয়ে এটিকে ভারতের অভ্যন্তরীন ব্যাপার বলে উল্লেখ করে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button