দেশনিউজপলিটিক্স

এখন শিরোনামে পি চিদাম্বরম! CBI এর করা প্রশ্নে কি জবাব দিলেন তিনি, জেনে নিন!

Advertisement

অবশেষে গ্রেফতার করা হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। কংগ্রেসের সময়ে অর্থমন্ত্রী ছিলেন তিনি। পিতা অর্থমন্ত্রী থাকাকালীন বিদেশে অগাধ সম্পত্তি কিনেছিলেন পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। ইংল্যান্ডে একাধিক শহরে বিলাসবহুল কটেজ কিনেছিলেন তিনি। স্পেনে টেনিস ক্লাবও কেনেন তিনি। এই বিপুল টাকার উৎস কী; এই প্রশ্নের উত্তর জানার জন্য বুধবার তার বাড়িতে যায় সিবিআই এর আধিকারিকরা। এয়ারসেল-ম্যাক্সিস টুজি কেলেঙ্কারিতেও রয়েছে পি চিদম্বরমের নাম। স্পেনে টেনিস ক্লাব ও ইংল্যান্ডে কটেজ কেনা ছাড়াও, ভারত সহ একাধিক দেশে ৫৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে কার্তি চিদম্বরমের নামে। আই এন এক্স মিডিয়া কান্ডের ঘুষের টাকায় এই সম্পত্তি কিনা হয়েছিল বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

গ্রেফতার করে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়েছে চিদম্বরমকে। সিবিআইয়ের হেফাজতে দফায় দফায় প্রশ্নবানে বিদ্ধ করা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। আইএনএক্স মিডিয়ার ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডে স্বাক্ষর কিভাবে হয়েছিল তা জানতে চাওয়া হয়েছিল চিদাম্বরমকে, এমনটাই সূত্রের খবর। সেই সংক্রান্ত তথ্য ৪৫ মিনিট পড়ার পর তিনি উত্তর দেন। অন্যদিকে আরও দুটি কোম্পানির নাম উল্লেখ করা হলে তিনি বলেন, এই নাম দুটি তিনি প্রথম শুনছেন।

Related Articles

Back to top button