খেলাফুটবল

একনজরে ইংলিশ ফুটবল আপডেট

Advertisement

সুরজিৎ দাস: গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি শুরু টা ভালো করলেও দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট খোয়াতে হলো তাদের। এদিন টটেনহ্যামের বিরুদ্ধে ২-২ ড্র করে মাঠ ছাড়লেন তারা। খেলার শুরুতেই রেহাম স্ট্রালিং এর গোলে সিটি এগিয়ে গেলেও টটেনহ্যাম কে সমতায় ফেরান এরিক লামেলা। এরপর আগুয়েরো ২-১ করে দিলেও লুকাস মৌরার গোলে তিন পয়েন্ট মাঠেই রেখে আসতে হয় ম্যান সিটির। অপরদিকে আর্সেনাল এদিন ২-১ গোলে হারিয়ে দেয় বার্নলে কে গোল করেছেন লাকাযেতে ও আউবামায়েঙ্গ। লিগের অপর ম্যাচে লিভারপুল ২-১ গোলে পরাস্ত করে সাউদাম্পটন কে রেডস দের হয়ে গো করেন সাদিও মানে ও ফিরমিনহো। সব মিলিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল তার ঠিক নীচেই আছে গানার্স ব্রিগেড এবং তৃতীয় স্থানে আছে ম্যান সিটি তাদের ২ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।

Related Articles

Back to top button