এবার থেকে এই টেলিকমিউনিকেশন কোম্পানি আর দেবে না আনলিমিটেড কলের সুবিধা। রিচার্জ করা থাকলেও সময় পেরিয়ে গেলে গ্রাহককে অতিরিক্ত টাকা দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে বি এস এন এল। এই কোম্পানি অনেকদিন থেকেই লোকসানে চলছে। কোম্পানি লোকসানে চলার কারণেই এই সিদ্ধান্তটি নিয়েছে বলে মনে করা হচ্ছে। এবার থেকে আনলিমিটেড প্যাক মারা থাকলেও সারাদিনে সর্বাধিক ২৫০ মিনিট অবধি কল লিমিট করে দেওয়া হয়েছে। আগের মতই রাত ১২ টা পর্যন্ত কার্যকর হবে এই নিয়ম। ২৪ ঘণ্টার মধ্যে ২৫০ মিনিটের বেশি কথা বললেই অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহককে।
Related Articles
BSNL Recharge Plan: খুব সস্তা রিচার্জ প্ল্যান আনলো BSNL, একবার রিচার্জ করলে ৯০ দিন চিন্তামুক্ত, জানুন বিস্তারিত
December 12, 2024
বছরের শেষে মাত্র ১০ হাজার টাকায় কিনে নিন Hero Splendor Plus, এমন অফার কোনোদিন পাবেন না
December 12, 2024