আন্তর্জাতিকদেশনিউজ

এই মুহূর্তের বড় খবরঃ চীন, পাকিস্তানের কথায় রাষ্ট্রসংঘের বৈঠক, কী হতে চলেছে? জেনে নিন

Advertisement
Advertisement

রাজীব ঘোষ : শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক বসতে চলেছে।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর পাকিস্তানের পক্ষ থেকে চীনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়।চীন সেই সময় ভারত ও পাকিস্তান দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে।পরবর্তীতে ভারতের বিদেশমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন।কাশ্মীর সমস্যা নিয়ে মতভেদ থাকতে পারে, সেটা যেন সংঘাতের অবস্থা তৈরী না করে, ভারতের বিদেশমন্ত্রী জানিয়ে দেন।

Advertisement
Advertisement

এটা দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় বলে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে।এবার চীন ও পাকিস্তানের অনুরোধে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে।সেখানে কাশ্মীরের সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে।এক সমাজকর্মী সুপ্রিম কোর্টে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, ১৪৪ ধারা জারি করা, ফোন, ইন্টারনেট, কেবল সংযোগ বিচ্ছিন্ন করা সহ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন।সেই আবেদনের প্রেক্ষিতে তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়,কেন্দ্রের এই সিদ্ধান্তের বিষয়ে এখনই আদালত হস্তক্ষেপ করবে না।কাশ্মীরের বিষয়ে সরকারকে আরও সময় দিতে হবে।সরকারের উপর আস্থা রাখতে হবে।

Advertisement

স্বাভাবিক ভাবেই সেই মামলায় সুপ্রিম কোর্ট আবেদনকারীর বক্তব্য শুনে সরকারের উপর আস্থা রাখার নির্দেশ দিয়েছেন।কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনজীবী আদালতে কাশ্মীরের অবস্থা নিয়ে বিস্তারিত জানান।তবে এখনো পর্যন্ত কাশ্মীরে কোনো হিংসাত্মক ঘটনার খবর নেই।সেখানে অবস্থা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে বলে মনে করা হচ্ছে।২০১৬ সালে কাশ্মীরে বুরহান ওয়ানি সহ তিন জঙ্গি নিহত হওয়ার পরে ব‍্যাপক হিংসাত্মক অবস্থার সৃষ্টি হয়েছিল। ৪০ জন মানুষের মৃত্যু হয়েছিল।কাশ্মীর সেই সময় অশান্ত হয়ে উঠেছিল।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি।সরকারের পক্ষ থেকে কাশ্মীরের অবস্থা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button