নিউজ

উবেরে ওঠার আগে চুক্তি করলেন এক মহিলা, হতবাক গাড়ির চালক! তারপর যা হল

Advertisement

মহিলাটি ফোনে উবের গাড়ি বুক করার সঙ্গে সঙ্গে চুক্তি করলেন প্রেমিক হওয়ার। উবের চালক প্রথমে হতভাগ্য হলেও পরে এই আর্জিতে মেনে নেই। গাড়ি থেকে খুলে ফেলেন স্টিকার হাত থেকে বিয়ের আংটি ও। চুক্তিতে বলেছেন তার প্রেমিকের মতো আচরণ করতে হবে। প্রথমে ঘাবড়ালেও পরে রাজি হন এই আর্জিতে। তিনি ভাবতে পারেন নি যে এমন টা বলতে পারেন।
গন্তব্যস্থলে পৌঁছালে মহিলা উত্তেজিত হয়ে ডাক দিয়ে বলেন হাই বেবি। লক্ষ্য করেন যে এক পুরুষের সঙ্গে দাঁড়িয়ে আছে ওই মহিলা এবং বেশ ঝামেলাও করেছিল। উবের গাড়ি দেখা মাত্রই মহিলা শান্ত হলো এবং গাড়িতে উঠে পরলো। তারপর জানলো কেন তার এই চুক্তি।

মহিলাটি জানান তিনি পড়েছিলেন এক খারাপ মানুষের পাল্লায়। পুরুষটি তাকে বিরক্ত করছিল। তাই তার হাত থেকে বাঁচার জন্য ক্যাব চালকের সাথে করে এমন যুক্তি। চালককে এইচুক্তিতে রাজি করান কারণ পুরুষ ভাড়াগাড়ি ভেবে গাড়িতে চেপে না বসে তাই। এই পুরো ঘটনাটি ক্যাব চালক তার ফেসবুক অ্যাকাউন্টে লিখে পোস্ট করেন। এমন অভিজ্ঞতা হয়নি কখন আগে। যাত্রীকে সুরক্ষা দিতে পারে সে খুব খুশি।

Related Articles

Back to top button