উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? ওষুধ খেতে খেতে শরীরের বারোটা না বাজিয়ে খাদ্য তালিকায় রাখুন ছোট মাছ। পুষ্টি বিজ্ঞানীদের মতে, ক্যালসিয়ামসমৃদ্ধ ছোট মাছ ব্ল্যাডপ্রেসার কমাতে বিশেষ ভাবে সাহায্য করে। যাদের দৃষ্টিশক্তি কম আছে ছোট মাছ খেলে তাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এর পাশাপাশি হৃদরোগী, স্ট্রোকের রোগীর ও গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়ের জন্য ছোট মাছ খুবই উপকারী।