সুরজিৎ দাস: ডুরান্ড সেমিফাইনালে হারের হ্যাঙ্গওভার কাটিয়ে উঠেই খুশির খবর লাল হলুদ সমর্থক দের কাছে। ৩১ আগস্টের মধ্যেই বিদেশী কোটা পূর্ণ করতে হতো তার আগেই ছটা বিদেশী সই করিয়ে ফেললো লাল হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গল এর নতুন বিদেশী হচ্ছেন স্পানিশ ফুটবলার হুয়ান মেরা গঞ্জালেস আদতে উইথড্রল ফরওয়ার্ড হিসেবে খেললেও তিনি বেশ স্বাচ্ছন্দে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। ২৫ বছর বয়সী এই ফুটবলার লা লিগার সেগুন্ডা ডিভিশনে বেশ পরিচিত মুখ এই ফুটবলার খেলেছেন স্পোর্টিং গিজন বি, এসডি লেইয়ো এর মতো দলে। ২০১৫-১৬ মরশুমে স্পোর্টিং গিজন বি দলের দশ নম্বর জার্সি পরে খেলতেন সেই মরশুমের বেশ কিছু ম্যাচে দলের অধিনায়কত্ব করেছেন তিনি, গিজনের জার্সিতে তার নামের পাশে রয়েছে ২২ গোল। চোখ ধাঁধানো গতি, ড্রিবল ও সচকিতে শট নেওয়ার দক্ষতার জন্য পরিচিত তিনি । ইস্টবেঙ্গল এর অপর ফুটবলার হাইমে স্যান্টোস কোলাডোর একসময়ের সতীর্থ ছিলেন হুয়ান তাই গিজনের পর এবার লাল হলুদ জার্সিতেও দেখা যাবে তাদের ডুয়েল। সব মিলিয়ে মার্কোসের সাথে হাইমে ও হুয়ান এই তিন বিদেশী কে সামনে রেখেই স্ট্রাইকিং লাইনআপ সাজাচ্ছেন কোচ আলেহান্দ্রো। তবে কবে তিনি কলকাতায় আসেন আর কবেই বা তিনি দলের সাথে যোগ দেন সেটাই এখন দেখার। সব মিলিয়ে কলকাতা লিগের মাত্র ১ ম্যাচের মধ্যেই ৬ বিদেশী কে চুড়ান্ত করে ফেললো কোয়েস ইস্টবেঙ্গল।