অফবিটভাইরাল & ভিডিও

আবারও ভাইরাল হল গান, রানুদির পর এবার মেদিনীপুরের এক বালক! মন ছুয়ে যাবে (দেখুন ভিডিও)

Advertisement

চেষ্টা ও প্রতিভা থাকলে মানুষ তার জীবনে সার্বিক উন্নতি লাভ করতে পারে। কিছুদিন আগে রানু মন্ডলের গান করার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যার ফলে তার জীবনে পরিবর্তন এসেছিল। তার আর এক দৃষ্টান্ত দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বালিচকে। আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। ছোট থেকে বড়ো সবাই বিশেষত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হয়। বছর আটের ছেলেটি বালিচক অরবিন্দ ভবনের ছাত্র। ক্লাসভর্তি ছাত্র থাকলেও কোনোদিকে লক্ষ্য না করে কিশোর কুমারের গান করায় ব্যস্ত নির্বোধ বালকটি। তার গান গাওয়ার চেষ্টাকে উৎসাহ দিয়েছে সবাই। সবাই উৎসাহ দিলে ছেলেটি আরও উন্নতি লাভ করবে বলে মনে করা যায়।

Related Articles

Back to top button