অবশেষে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত সুপারস্টার প্রভাস। বহু মহিলার স্বপ্নের রাজপুরুষ তিনি। কবে বিয়ে করছেন প্রভাস? তা নিয়ে হয়েছে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। উঠে এসেছে একাধিক নায়িকার নাম। একবার গুঞ্জন রটেছিল যে, নায়িকা অনুষ্কা শেট্টিকেই জীবনসঙ্গিনী করতে চলেছেন প্রভাস। কিন্তু দুজনেই তা অস্বীকার করেন। জানা গিয়েছে, প্রভাসের আগামী ছবি ‘সাহো’-র মুক্তির পর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
গতবছর প্রভাস এর কাকা বলেছিলেন, এবছরই বিয়ে করতে চলেছে প্রভাস। কিন্তু সববারই সব প্রশ্ন উড়িয়ে দেন প্রভাস। সূত্রের খবর, আমেরিকার এক ব্যবসায়ীর মেয়ের সাথে বিবাহ করতে চলেছেন প্রভাস। তার পরিবারের নাকি এমনটাই বাসনা। কিন্তু এব্যাপারে প্রভাস ও তার পরিবারের কেউ মুখ খোলেনি।