নিউজ

মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে? দেখেনিন তার কিছু জলজ্যান্ত ছবি

Advertisement
Advertisement

চন্দ্রযান 2 থেকে তোলা আপাতত পাঁচটি ছবি সামনে এসেছে । বিক্রম লান্ডার এর বিশেষ ক্যামেরায় ছবিগুলো তুলেছেন। লঞ্চ হওয়ার 12 দিনের মাথায় চন্দ্রযান 2 তুলে পাঠাল ছবি মহাকাশ থেকে।

Advertisement
Advertisement

Advertisement

সেই ছবিগুলো নেট এ ভাইরাল ইসরো টুইটার একাউন্ট দ্বারা। ছবিগুলো তুলেছে 10:58 থেকে 11:07 এর মধ্যে। ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে থেকে জানানো হয়েছে সবকিছু স্বাভাবিকভাবে গতিতেই চলছে।

Advertisement
Advertisement

22 শে জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ থেকে লঞ্চ হয় চন্দ্রযান 2 আর এর গন্তব্য স্থল ছিল চাঁদ। চাঁদে পৌঁছাতে চন্দ্রযান 2 কে যেতে হবে প্রায় চার লক্ষ কিমি।

বিশেষ ক্যামেরা তোলা হয়েছে ছবিগুলি তখন চন্দযান 2 এর দূরত্ব ছিল 5000 কিমি পৃথিবী থেকে। 7 সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন চন্দ্রযান 2

Advertisement

Related Articles

Back to top button