Categories: দেশনিউজ

আগামী ৩ দিন কেমন থাকবে আবহাওয়া, আগাম বার্তা দিল হাওয়া অফিস

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

Advertisement

এখন বর্ষাকাল। আর বর্ষাকালে বৃষ্টির দাপট ও শুরু হয়ে গিয়েছে। যেসব জায়গাতে এখনও বৃষ্টি শুরু হয়নি। সেখানেও খুব দ্রুতই বৃষ্টি শুরু হবে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরসাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা আছে। তাই কমলা সতর্কতা ও জারি করা হয়েছে। এনসিআর সংলগ্ন অনেক রাজ্যে প্রায় ১৯ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বাধিক ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

Advertisement

Advertisement

ওড়িশার ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে। যার প্রভাব পরে বৃষ্টির পরিমান বাড়বে। এই ঘূর্ণাবর্তের প্রভাব উত্তরপ্রদেশের উপর পড়বে। পূর্বাঞ্চল, মধ্য উত্তরপ্রদেশ এবং বুন্দেলখন্ডে ২৫ জুন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

এছাড়া লখনৌ এবং তার আশেপাশের শহরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির পরিমান অনেকটাই বাড়বে।

Recent Posts