লঞ্চ হল Vivo Nex 3S 5G, জেনে নিন বৈশিষ্ট্য এবং দাম

Advertisement

Advertisement

চীনের মোবাইল নির্মাতা কোম্পানি ভিভো গত বছরের শেষের দিকে তাদের Nex 3 স্মার্টফোনটি বাজারে এনেছিল।যেটিকে বলা হয়েছিল “ওয়াটারফল স্ক্রিন”। সেই মোবাইলটিকে কিছুটা আপগ্রেড করে আবার বাজারে এনেছে এই কোম্পানি।যেটি Nex 3S 5G নামে পরিচিত।আসুন মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

Advertisement

বৈশিষ্ট্যঃ

Advertisement

ডিসপ্লে: 6.89 ইঞ্চি full HD+ AMOLED ডিসপ্লে। 1080×2256 পিক্সেল রেজোলিউশন।প্রসেসর: অক্টা-কোর স্ন্যাপড্রাগন 865 সঙ্গে অ্যাড্রেনো 650 জিপিইউ।অপারেটিং সফ্টওয়্যার:  অ্যান্ড্রয়েড 10 সাথে ফানটাচ OS 10।র‍্যাম: 8 জিবিস্টোরেজ:  128 জিবি / 256 জিবি।ক্যামেরা:  64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, 13 মেগাপিক্সেল 120 ডিগ্রী আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 13 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।ব্যাটারি:  44 W আল্ট্রা ফাস্ট চার্জিং, 4500 mAh ব্যাটারি।

Advertisement

আরও পড়ুনঃ নতুন দুটি প্ল্যান আনলো BSNL, মিলবে অধিক ডেটার সুবিধা, জানুন বিস্তারিত

মূল্যঃ
ভারতীয় মুদ্রায় 8GB/256GB স্টোরেজের মোবাইলটির দাম 53,440 টাকা এবং 12 GB/ 512 GB স্টোরেজের মোবাইলটির দাম 56,545 টাকা।এই বছরের 14ই মার্চ থেকে ফোনটি চীনের বাজারে উপলব্ধ হবে তবে অন্যান্য জায়গায় কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

Recent Posts