টেক বার্তা

লঞ্চ হল Vivo Nex 3S 5G, জেনে নিন বৈশিষ্ট্য এবং দাম

×
Advertisement

চীনের মোবাইল নির্মাতা কোম্পানি ভিভো গত বছরের শেষের দিকে তাদের Nex 3 স্মার্টফোনটি বাজারে এনেছিল।যেটিকে বলা হয়েছিল “ওয়াটারফল স্ক্রিন”। সেই মোবাইলটিকে কিছুটা আপগ্রেড করে আবার বাজারে এনেছে এই কোম্পানি।যেটি Nex 3S 5G নামে পরিচিত।আসুন মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

Advertisements
Advertisement

বৈশিষ্ট্যঃ

Advertisements

ডিসপ্লে: 6.89 ইঞ্চি full HD+ AMOLED ডিসপ্লে। 1080×2256 পিক্সেল রেজোলিউশন।প্রসেসর: অক্টা-কোর স্ন্যাপড্রাগন 865 সঙ্গে অ্যাড্রেনো 650 জিপিইউ।অপারেটিং সফ্টওয়্যার:  অ্যান্ড্রয়েড 10 সাথে ফানটাচ OS 10।র‍্যাম: 8 জিবিস্টোরেজ:  128 জিবি / 256 জিবি।ক্যামেরা:  64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, 13 মেগাপিক্সেল 120 ডিগ্রী আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 13 মেগাপিক্সেল টেলিফটো লেন্স।16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।ব্যাটারি:  44 W আল্ট্রা ফাস্ট চার্জিং, 4500 mAh ব্যাটারি।

Advertisements
Advertisement

আরও পড়ুনঃ নতুন দুটি প্ল্যান আনলো BSNL, মিলবে অধিক ডেটার সুবিধা, জানুন বিস্তারিত

মূল্যঃ
ভারতীয় মুদ্রায় 8GB/256GB স্টোরেজের মোবাইলটির দাম 53,440 টাকা এবং 12 GB/ 512 GB স্টোরেজের মোবাইলটির দাম 56,545 টাকা।এই বছরের 14ই মার্চ থেকে ফোনটি চীনের বাজারে উপলব্ধ হবে তবে অন্যান্য জায়গায় কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

Related Articles

Back to top button