কৃষকদের জন্য ‘কোম্পানি’ তৈরি রাজ্য সরকারের

Advertisement

Advertisement

কৃষকদের সাহায্যার্থে নতুন প্রকল্পের সূচনা করল রাজ্য সরকার। যার প্রতীকী নাম ‘কোম্পানি’। সরকারের সহায়তায় সম্পূর্ণ পৃথক ভাবে তৈরী হচ্ছে এই কোম্পানি। ইচ্ছুক কৃষকেরা এতে অংশ নিতে চাইলে ৫০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন এবং এরপর কোম্পানির অংশীদারিত্ব নিতে চান কেউ তাহলে তাঁকে ১০০০ টাকার অংশীদারিত্ব বন্ড কিনতে হবে। এক একটি কৃষক দল বা এফআইজি-তে ১২ থেকে ১৫ জন কৃষক থাকতে পারবে বলে জানা গেছে। প্রতিটি ক্লাস্টার কমিটির যেকোন ব্যাংকে নিজস্ব সেভিংস একাউন্ট থাকতে হবে। ক্লাস্টার কমিটিগুলো থেকে প্রতিনিধি নির্বাচন করে কেন্দ্রীয় কোম্পানি আইন অনুযায়ী ১২ থেকে ১৫ জনের একটি ফার্মার্স প্রডিউসার কমিটি গড়ে তোলা হবে। এই কমিটির মূল কাজ হবে, রাজ্যে কৃষি উৎপাদন বাড়ানো, দরিদ্র কৃষকদের অতিরিক্ত উপার্জনের ব্যবস্থা করা ও অভাবী ফসল বিক্রি নিয়ন্ত্রণে আনা।

Advertisement

Recent Posts