ইডির জেরায় নতুন তথ্য, এই বাঙালি ক্রিকেটারের বায়োপিক বানাতে চেয়েছিলেন সুশান্ত

Advertisement

Advertisement

ইতিমধ্যেই জোরকদমে চলছে সুশান্ত সিংহ রাজপুতের তদন্ত। এই ঘটনায়  মুম্বই পুলিশ, বিহার পুলিশ, পেড়িয়ে কেস চলে গেছে সিবিআইয়ের হাতে। সুশান্ত সিংহর হত্যা মামলায় জড়িত মূল অভিযুক্ত রেহা চক্রবর্তীকে নিয়েও এর মধ্যে শুরু হয়েছে দারুন জলঘোলা।

Advertisement

তবে বেশ কয়েকবার জেরা করায় মিলেছে অজানা অনেক রহস্য। সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করছে ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদিন সুশান্তের বিজনেস পার্টনার বরুণ মাথুরকে জেরা করে ইডি।

Advertisement

Advertisement

সেখান থেকে জানা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন সুশান্ত। এমনকি আরো অনেক বিষয় নিয়েও তিনি সিনেমা বানানোর স্বপ্ন দেখতেন।  ভারতের  বিভিন্ন মণীষীদের নিয়েও করতে চেয়েছিলেন নানা ছবি । তারমধ্যে আছেন, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই হলোনা।