IND vs NZ : প্রথম ম্যাচে জয় ভারতের, ম্যাচ জিতে প্রথমবার বিদেশের মাটিতে রেকর্ড গড়লো ভারত

Advertisement

Advertisement

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড কলিন মুনরো, রস টেলর ও অধিনায়ক কেন উইলিয়ামসনের অর্ধশতরানের সুবাদে স্কোরবোর্ডে ২০৩ রান সংগ্রহ করে। কিন্তু বিরাট কোহলি ও তার সতীর্থরা এক ওভার বাকি থাকতে থাকতেই ম্যাচটি সহজ হবে জিতে যায়। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে খেলা দ্বাদশ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে কেবলমাত্র চতুর্থ জয়টি পেল ভারত। এই জয়ের সঙ্গে কয়েকটি রেকর্ড করলো ভারতীয় দল। প্রথমবার কোন টি-টোয়েন্টি ম্যাচে ৫ জন খেলোয়াড় অর্ধশতরান করলো।

Advertisement

রোহিত শুরুতেই আউট হলেও কোহলি-রাহুল জুটির ৯৯ রান এবং শেষে শ্রেয়স আইয়ারের ২৯ বলে ৫৮ রানের উপর ভর করে ২০৪ রানের বিশাল লক্ষ্য সহজেই অর্জন করে ফেলে ভারত। এর ফলস্বরূপ ভারত নিজের দেশের বাইরে তাদের সর্বোচ্চ সফল রান তাড়া করতে সক্ষম হলো। এর আগে ভারত ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল। অকল্যান্ডের জয় ভারতের বাইরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের প্রথম ২০০ এর বেশি রান তাড়া করে জয়।

Advertisement

আরও পড়ুন : বিশ্বকাপের বদলা, কিউয়িদের ৬ উইকেটে হারাল ভারত

Advertisement

নিজের দেশে ও বিদেশে মাটিতে মিলিয়ে অকল্যান্ডের জয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়, গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হায়দরাবাদে ভারতের সর্বোচ্চতম সফল রান তাড়া হয়েছিল, যখন তারা ২০৮ রানের লক্ষ্য ধাওয়া করেছিল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক তালিকার ২০০ প্লাসের তালিকার দিকে দেখলে বোঝা যাবে যে, ধাওয়া করার দল হিসাবে ভারতের দক্ষতার নজির রাখে। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে সাফল্যের সাথে ভারত একমাত্র দল হিসেবে চতুর্থবার ২০০ এর অধিক লক্ষ্য সফলভাবে ধাওয়া সম্পন্ন করলো।

Recent Posts