টানা ১৪ দিন বাইকুল্লা জেলেই রাত কাটাবে রিয়া চক্রবর্তী

Advertisement

Advertisement

মঙ্গলবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসেই সারা রাত থাকেন রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীর। দু চোখের পাতা এক করতে পারেননি এই দুই ভাই বোন।

Advertisement

মঙ্গলবার রিয়ার কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁকে নিয়ে আসা হয় এনসিবি দফতরে। এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। এনডিপিএস অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী নিজের সব দোষ স্বীকার করেছেন বলে সূত্রের খবর।

Advertisement

গ্রেফতারের পরেও জামিন মেলেনি রিয়ার। টানা ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে রিয়া কে। বুধবার অর্থাৎ আজ সকালে মুম্বইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয় রিয়া চক্রবর্তীকে। ইতিমধ্যে অভিনেত্রী পৌঁছেও গেছেন। গতকাল রাতেই এনসিবির অফিস থেকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়ার কথা ছিল রিয়া চক্রবর্তীকে। কিন্তু রাত বেশি হওয়ায় জন্য শেষ পর্যন্ত তাঁকে আর নিয়ে যাওয়া হয়নি। ফলত, আগামী ২২ সেপটেম্বর পর্যন্ত রিয়াকে জেলেই থাকতে হবে বলে জানা যায়।

Advertisement

Recent Posts