আজ এই ৪টি ক্ষেত্রে রাজ্যে মিলছে বিশেষ ছাড়, রইল তালিকা

Advertisement

Advertisement

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। হটস্পট এলাকাগুলি বাদে মিলবে এই ছাড়।  পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ও বিশেষ ছাড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রাজ্যে কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়, একনজরে দেখে নিন-

Advertisement

১)রাজ্য সরকারের তরফ থেকে মিষ্টির দোকান খোলার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ৪ ঘন্টা ছিল, এখন সেটা বাড়িয়ে ৮ ঘন্টা করা হয়েছে। সন্ধ্যে ৬ টা পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখা যাবে।

Advertisement

২) ইট ভাটার কাজ করা যাবে।  তবে ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।

৩) চা বাগানে কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।

৪) ছাড় মিলেছে জুট শিল্পের ক্ষেত্রেও। কিন্তু ১৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রের দেওয়া বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়গুলিও মিলবে। রবিবার রাত পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮, রাজ্য সরকারের তথ্য অনুযায়ী। ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২ জন।