Ranu Mondal: রানাঘাটের রানু ‘বাচপান কা প্যায়ার’ গান গেয়ে আবারো নেটদুনিয়ায় ভাইরাল

Advertisement

Advertisement

বর্তমানে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিত্যনতুন কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে অনেকে নিজেদের প্রতিভা প্রদর্শন করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নতুন গান বেশ ট্রেন্ডিং। নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন সিঙ্গিং স্টার হল সহদেব ডিরডো। একরত্তি সহদেব এর গাওয়া নতুন গান ‘বচপন কা পেয়ার’ এখন সকলের মুখে মুখে। এই একটাই হিন্দি গান ছোটো থেকে বড় সকলের মুখে মুখে৷

Advertisement

এবার এই গান গাইলেন রানাঘাটের রানু মন্ডল স্বয়ং। হ্যাঁ একসময়ে রানাঘাট রেল স্টেশনে ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। রানুর গাওয়া এই গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে দেয়। রাতারাতি স্টার করে দিয়েছিল এই বৃদ্ধাকে। এমনকি হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল।

Advertisement

অবশ্য রানু মন্ডলের এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা ‘ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন।একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা।

Advertisement

একদিনে রানুর উত্থান হলেও আজ তার পতন হয়েছে৷ রানাঘাটের ভাঙা বাড়িতেই ফিরতে হয়েছে।
ফের রানুদির আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে এসে উপস্থিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ইউটিউবার রানুদির ইন্টারভিউ নিচ্ছেন এবং রানুদি মাঝে মাঝে সহদেবের গাওয়া গান ‘বাচপান কা প্যায়ার’ গানটি সুরেলা গলায় গেয়ে উঠছেন। ফের রানুর গাওয়া গান দেখে অনেকে মজা করেছেন আবার অনেকে প্রশংসা ও করেছেন। ফের এই রানুর গাওয়া গান ভাইরাল।

Recent Posts