কেন্দ্র সরকারের এই নতুন স্কীমে টাকা রাখলে তা ১০০% নিশ্চিত, হবে ডবল

Advertisement

Advertisement

এই মুহুর্তে ভারতে স্বল্প সঞ্চয় স্কিম খুবই জনপ্রিয় একটি সঞ্চয় প্রকল্প। পোস্ট অফিসে এরকম ৯টি স্বল্প সঞ্চয় স্কিম আছে। এর মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), রেকারিং ডিপোজিট (RD), কিষাণ বিকাশ পত্র (KVP), সুকন্যা সমৃদ্ধি স্কিম এগুলি খুবই জনপ্রিয়।

Advertisement

এই স্বল্প সঞ্চয় স্কিম গুলির মধ্যে কিষাণ বিকাশ পত্র (KVP) এমন একটি স্কিম যেখানে আপনি টাকা রাখলে ১২৪ মাস অর্থাৎ ১০ বছর ৪ মাসের মধ্যে সেটি ডবল হয়ে যাবে। এর আগে এই স্কিমে টাকা রাখলে তা ১১৩ মাস অর্থাৎ ৯ বছর ৫ মাসে ডবল হতো, কিন্তু বর্তমানে এর মেয়াদ কিছুটা বাড়ানো হয়েছে। পোস্ট অফিসের এই স্কিম খুবই সুরক্ষিত, এবং সরকার নিজেই জানাচ্ছে এই স্কিমে টাকা রাখলে তা সম্পূর্ণ সুরক্ষিত ভাবে থাকবে। এই স্কিমের বিষয়ে বিস্তারিত জানুন:

Advertisement

কি এই কিষান বিকাশ পত্র: এটি একধরনের প্রমাণপত্র। যা যে কোনও ব্যক্তি কিনতে পারবেন। নির্দিষ্ট সুদের হার পাওয়া যায়। কিছু সময় পর তা সরকার পরিবর্তনও করে থাকে৷ দেশের যে কোনও পোস্ট অফিস থেকে এটি কিনতে পাওয়া যায়৷ কেবলমাত্র ভারতে বসবাসকারী ভারতীয়রা এই কেভিপি শংসাপত্র কেনার যোগ্য। অনাবাসী ভারতীয়দের কেভিপি স্কিমে ইনভেস্ট করার অনুমতি নেই। ভারতীয় নাগরিকরা যাদের বয়স ১৮ বা তার বেশি সকলেই এটি কিনতে পারবেন। বয়স্করাও স্বচ্ছন্দে কিনতে পারবেন এই শংসাপত্র। যাদের ১৮ বছরের নীচে বয়স, তারাও ইনভেস্ট করতে পারবে, তাদের অভিভাবকদের সেক্ষেত্রে কিনতে হবে এই শংসাপত্র।

Advertisement

সুদের হার: এই স্কিমে বার্ষিক সুদের হার দেওয়া হয় ৬.৯ শতাংশ। যা আগে ছিল ৭.৬ শতাংশ। কত টাকা ইনভেস্ট করতে হবে: টাকা ইনভেস্ট করার কোনো উর্ধ্বসীমা নেই। নূন্যতম ১০০০ টাকা থেকে শুরু করা যায়, এরপর ১০০ টাকার মাল্টিপলে ইনভেস্ট করা যায়। একবার ইনভেস্ট করলে ২.৫ বছর পর্যন্ত রাখতেই হবে, তারপরই ইচ্ছা করলে তুলে নেওয়া যেতে পারে। এই স্কিমে সরকার ৬.৯ শতাংশ হারে সুদ দিচ্ছে, আর এই সুদ কম্পাউন্ড সুদের হারে বাড়বে বছরে। ফলে ১২৪ মাসে টাকা প্রায় দ্বিগুণ হয়ে যাবে।

Tags: money

Recent Posts