জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ ড্র গোয়া-বেঙ্গালুরুর

Advertisement

Advertisement

চলতি আইএসএল মরসুমের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে ২-২ গোলের মাধ্যমে ম্যাচ ড্র করে এফসি গোয়া এবং ব্যাঙ্গালুরু এফসি। গত মরসুমে উভয় দলই প্লে অফে পৌঁছালেও ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল।

Advertisement

রবিবার ম্যাচে প্রথমার্ধ থেকেই উভয় দলই মাঝ মাঠে আক্রমণাত্মক হয়ে ওঠে।এর মাঝেই ২৭ মিনিটে হারমনজট সিং খাবরা বাঁ দিক থেকে বাড়িয়ে দেওয়া বলের মাধ্যমেই ক্লেইটন ব্যাঙ্গালুরু এফসির হয়ে প্রথম গোল টি করে ফেলেন। কিন্তু এরপরই রেফারির কাছে হলুদ কার্ড দেখেন ব্যাঙ্গালুরু এফসির সুরেশ ওয়াংজাম এবং এফসি গোয়ার সিমিনলেন ডাউঞ্জেল। প্রথমার্ধের শেষে ক্লেইটন অগস্টোর গোলই এগিয়ে রেখেছিল ব্যাঙ্গালুরু এফসিকে।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারির হলুদ কার্ড দেখেন ইগর আঙ্গুলো। দ্বিতীয়ার্ধে ব্যাঙ্গালুরু এফসির উদন্ত সিংহের পরিবর্তে মাঠে নামেন রাহুল ভেকে। অন্যদিকে এফসি গোয়ার সেমিনলেন ডাউঞ্জেল এবং প্রিন্সটন আর্নাল্ড রেবেলো পরিবর্ত হিসেবে মাঠে নামেন ব্র্যান্ডন ফার্নান্দেজ এবং আলেকজান্ডার রোমারিও। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর আবারও ৫৭ মিনিটে জুয়ানানের গোলে গোয়াকে পিছনে ফেলে দেয় ব্যাঙ্গালুরু এফসি। তবে লড়াইয়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে গোয়া। এরপরই ৬৬ মিনিটে ইগোর আঙ্গুলোর গোলে লড়াইয়ে ফিরে আসে এফসি গোয়া। আলবার্তো নোগুয়েরার দেওয়া পাসেই এই গুরুত্বপূর্ণ গোল টি করে ফেলেন ইগোর অ্যাঙ্গুলো। এই গোলের পরেই ৬৯ মিনিটে ফের একটি গুরুত্বপূর্ণ গোল করে লড়াইয়ে সমতা ফেরায় ইগোর অ্যাঙ্গুলো। ম্যাচে গোয়া সমতা ফিরিয়ে এনে ব্যাঙ্গালুরু এফসিকে চাপের মধ্যে ফেলে দেয়। শেষ পর্যন্ত ম্যাচে জয় লাভের জন্য প্রয়োজনীয় গোলের মুখ কোনো দলই দেখতে না পাওয়ার ম্যাচ টি ড্র হিসেবেই সমাপ্ত হয়। নব্বই মিনিটের শেষে ইগোর আঙ্গুলোর করা দুই গোলের জোরেই ম্যাচে সমতা ফিরিয়ে এনে ম্যাচ ড্র করে গোয়া।

Advertisement

Recent Posts