একুশের ভোটের আগেই দরাজ মুখ্যমন্ত্রী, অন্তর্বর্তী বাজেটে দেখে নিন ১০টি বড় ঘোষণা

Advertisement

Advertisement

কলকাতা: অন্তর্বর্তী বাজেটে (Budget) যে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করবেন, তা প্রত্যাশিতই ছিল। আজ, শুক্রবার (Friday) ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account) পেশে সেটাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারের একের পর এক সাফল্যের পাশাপাশি রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিশেষভাবে বাজেট বরাদ্দের প্রস্তাব রাখলেন মমতা।

Advertisement

এক নজরে দেখে নিন, মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী বাজেটে ১০টি বড় ঘোষণা।…

Advertisement

১.দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান এবার বছরে দু বার করে হবে।

Advertisement

২. কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটেলিয়ান। এর জন্য ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

৩. অশোকনগরে হবে গ্যাস উত্তোলন প্রকল্প।

৪. যুবশক্তি নামে বিশেষ প্রকল্প। এই প্রকল্পে সরকারি বিভিন্ন দফতরে ইনটার্ন হিবেস কাজ করার সুযোগ মিলবে।

৫. পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক আরও বাড়ানো হবে। ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে পার্শ্বশিক্ষকদের।

৬. UPSC-র ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে আবাসিক হিসেবে থেকে পড়াশোনা করা যাবে। তাঁদের অনুদানও দেওয়া হবে।

৭. বালুরঘাট, মালদা, কোচবিহার থেকে বিমান চলাচলে ৫০ কোটি বরাদ্দ প্রস্তাব। দেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে খুব শীঘ্র, দক্ষ অদক্ষ হাজার হাজার শ্রমিক কাজের সুযোগ পাবেন।

৮. অন্ডাল বিমান বন্দরকে আগামী ২ বছরের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা।

৯. মাতৃবন্দনা নামে নতুন প্রকল্পের সূচনা। আগামী অর্থবর্ষে ৮৫০ কোটি টাকা ব্য়য় বরাদ্দের প্রস্তাব।

১০. রুবি থেকে কালিকাপুর ফ্লাইওভার, উল্টোডাঙা থেকে পোস্তা বাজার পর্যন্ত ফ্লাইওভার, চিংড়িঘাটা থেকে নিউটাউন পর্যন্ত ফ্লাইওভার, পাইকপাড়া থেকে শিয়ালদা পর্যন্ত ফ্লাইওভার। ফ্লাইওভার তৈরিতে ২,৫৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।

Recent Posts