ভাইরাল & ভিডিও

Haryanvi Dance Video: স্বপ্নাকে ভুলে মুসকান বেবির ভক্ত হয়ে যাবেন, লাল স্যুট পরে মঞ্চে নাচছেন

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে

Advertisement

Advertisement

মুসকান বেবি হলেন এমন একজন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী যিনি নিজের নাচের জাদুতে সকলকে চমকে দেন। তার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। সেই সমস্ত ভিডিও হয়ে ওঠে জনপ্রিয়। তার সাথেই সকলকেই বিমোহিত করে দেন তিনি তার কিলার এক্সপ্রেশন দিয়ে। মুসকান বেবি মঞ্চে পা রাখার সাথে সাথেই মঞ্চে রীতিমতো আগুন ধরিয়ে দেন, তার সাহসী ডান্স মুভের মাধ্যমে। সেরকমভাবে তার একটি নতুন ভিডিও আবারো ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

Advertisement

মুসকান বেবির সাহসী ডান্স

Advertisement

সম্প্রতি তিনি একটি নতুন ডান্স ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল স্যুট পরে মঞ্চে অসাধারণ নাচছেন মুসকান। মুসকান বেবির নাচ দেখে উপস্থিত জনসাধারণ হাততালি ও শিস দিচ্ছে। এখন ভিডিওতে দেখা যাচ্ছে যে মুসকান বেবি তার গায়ে জল ঢেলে নাচছে। তার এই নাচ সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে একটা উন্মাদনা তৈরি করে দিয়েছে। মুসকান বেবির এই নাচের ভিডিও ইন্টারনেটেও তোলপাড় সৃষ্টি করেছে।

Advertisement

আপনি এই ভিডিওটি ইউটিউবে টাশান হরিয়ানভি চ্যানেলে দেখতে পারেন। এখন পর্যন্ত ৯ হাজারের বেশি ভিউ এসেছে এই ভিডিওটিতে। এই ভিডিওতে মুসকান বেবির নাচ দেখে আপনিও তার ভক্ত হয়ে যাবেন। মুসকান বেবির নাচ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে এবং যেখানেই তিনি শো করেন, সেখানেই ভিড় জমে যায়।

Recent Posts