ভাইরাল & ভিডিও

বেলি ডান্স করে মঞ্চে ঝড় তুললেন গোরি নাগোরি

Advertisement

Advertisement

গোরি নাগোরি (Gori Nagori)-র জীবনের অন্যতম মাইলস্টোন হল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ষোল তম সিজনে অংশগ্রহণ। এই শোয়ের মাধ্যমে সারা ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন গোরি। এমনকি বর্তমানে বেড়েছে তাঁর শোয়ের সংখ্যাও। গোরি মূলতঃ রাজস্থানি নৃত্যশিল্পী। রাজস্থানের বুক থেকেই তাঁর উত্থান। কিন্তু বর্তমান সময়ে রাগনীর মঞ্চেও যথেষ্ট পরিচিত মুখ হয়ে উঠেছেন গোরি। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একাধিক ডান্স ভিডিও। 2019 সালের 18 ই মার্চ ‘আরএমসি মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে গোরির ডান্স ভিডিও।

Advertisement

বলিউড মুভি ‘কিঁউ কি ম্যায় কভি ঝুট নেহি বোলতা’-র গান ‘শুনো মিয়াঁ শুনো’-র সাথে খোলা মঞ্চে ডান্স পারফরম্যান্স করেছেন গোরি। তাঁর পরনে রয়েছে উজ্জ্বল কমলা রঙের লেহেঙ্গা-চোলি। চোলি জুড়ে রয়েছে কালো সুতো দিয়ে ডিজাইন করা মিরর ওয়ার্ক। লেহেঙ্গার কোমরে গোরি পরেছেন বেলি ডান্সের জন্য নির্দিষ্ট সোনালি রঙের কোমরবন্ধ। ভিডিওর শুরুতে তাঁকে দেখা যায় দর্শকদের দিকে পিছন ফিরে ঠুমকা লাগাতে। এরপর ফ্লেয়ারড লেহেঙ্গার সাথে নাচের তালে তালে সারা মঞ্চে কয়েক পাক ঘোরেন গোরি। কিন্তু এরপরেই ছিল চমক। বেলি ডান্স করেন গোরি।

Advertisement

খুব কম ভিডিওয় গোরির বেলি ডান্স দেখা গিয়েছে। এরপর আবারও তিনি ফিরে যান ঠুমকায়। একসময় মঞ্চে আধশোওয়া হয়ে গোরি এদিক থেকে ওদিকে নিজেকে গড়িয়ে নিয়ে যান। মঞ্চে আধশোওয়া হয়ে নাচতেন তিনি। নিজের নাচে কোমরকে প্রাধান্য দেন গোরি। তবে বারবার স্টেপের রিপিটেশন হতে থাকে। গোরি একসময় এইভাবে তাঁর নাচ শেষ করেন। এখনও অবধি এই ডান্স ভিডিওটি প্রায় সাড়ে তিপ্পান্ন লক্ষ ভিউ অতিক্রম করেছে।

Advertisement

Recent Posts