কাজল রাঘওয়ানিকে রোমান্স করতে করতে বিছানা থেকে মাটিতে শোয়ালেন খেসারি লাল যাদবযদিও এর আগেও জর্জিয়াকে এরকম পোশাকে দেখা গিয়েছে। তার এই পোশাকের কারণে মাঝেমধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে সমালোচনার শিকার হন। তবে সেসব কে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। বরং নিজের স্টাইল স্টেটমেন্টকে আরো বেশি করে ফ্লন্ট করতেই তিনি বেশি আগ্রহী। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার এই নতুন লুক। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তার এই সাজ পোশাক। সোশ্যাল মিডিয়াতে চলছে ব্যাপক চর্চা। চলুন দেখে নিন জর্জিয়ার এই নতুন সাজ।
Giorgia Andriani: জর্জিয়া আন্দ্রিয়ানি এমন হয়ে উঠছে, ওজন বৃদ্ধি সত্ত্বেও এই লুক ধরা পড়েছে নায়িকার
মালাইকা অরোরার চলে যাওয়ার পর অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের জীবনে নতুন বসন্ত নিয়ে এসেছেন অভিনেত্রী জর্জিয়া অন্দ্রিয়ানি। এই অভিনেত্রী এমনিতে ভারতীয় বংশোদ্ভূত না হলেও খুব ভালোভাবেই ভারতের বলিউড…

আরও পড়ুন