Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Giorgia Andriani: জর্জিয়া আন্দ্রিয়ানি এমন হয়ে উঠছে, ওজন বৃদ্ধি সত্ত্বেও এই লুক ধরা পড়েছে নায়িকার

মালাইকা অরোরার চলে যাওয়ার পর অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের জীবনে নতুন বসন্ত নিয়ে এসেছেন অভিনেত্রী জর্জিয়া অন্দ্রিয়ানি। এই অভিনেত্রী এমনিতে ভারতীয় বংশোদ্ভূত না হলেও খুব ভালোভাবেই ভারতের বলিউড…

মালাইকা অরোরার চলে যাওয়ার পর অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের জীবনে নতুন বসন্ত নিয়ে এসেছেন অভিনেত্রী জর্জিয়া অন্দ্রিয়ানি। এই অভিনেত্রী এমনিতে ভারতীয় বংশোদ্ভূত না হলেও খুব ভালোভাবেই ভারতের বলিউড দুনিয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। খুব শীঘ্রই ভারতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। তবে তার আগেই আরবাজ খানের প্রেমিকা হিসেবে সকলের মধ্যে তিনি হয়ে উঠেছেন জনপ্রিয়। তার অভিনয় দক্ষতা এখনো প্রমাণিত না হলেও তার স্টাইল স্টেটমেন্ট যে নবপ্রজন্মের কাছে অনুকরণযোগ্য হয়ে উঠেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই জর্জিয়ার স্টাইল কপি করার চেষ্টা করছেন এবং সেই ধরনের পোশাক বিভিন্ন শপিংমলেও শোভা পাচ্ছে।

তবে এবার জর্জিয়াকে মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল একেবারে সাধারণ পোশাকে। সম্ভবত জিম করে তিনি বাড়ি আসছিলেন। সেই কারণে তার পরনে ছিল একটি সাধারণ ট্রাউজার এবং তার সাথে ছিল গোলাপি রঙের একটি সাধারণ টপ। এই টপটিকে ক্রপ টপ বলাই ভালো যদিও। তবে এই পোশাকেও যে তিনি বলিউডের বড় বড় অভিনেত্রীদের মাত দিয়েছেন সেটা তো বলাই বাহুল্য। আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার মতো তিনিও এখন বলিউডের ফ্যাশন দুনিয়ায় এক নতুন তারকা হয়ে উঠেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কাজল রাঘওয়ানিকে রোমান্স করতে করতে বিছানা থেকে মাটিতে শোয়ালেন খেসারি লাল যাদব

যদিও এর আগেও জর্জিয়াকে এরকম পোশাকে দেখা গিয়েছে। তার এই পোশাকের কারণে মাঝেমধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে সমালোচনার শিকার হন। তবে সেসব কে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। বরং নিজের স্টাইল স্টেটমেন্টকে আরো বেশি করে ফ্লন্ট করতেই তিনি বেশি আগ্রহী। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার এই নতুন লুক। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তার এই সাজ পোশাক। সোশ্যাল মিডিয়াতে চলছে ব্যাপক চর্চা। চলুন দেখে নিন জর্জিয়ার এই নতুন সাজ।

About Author