কাজল রাঘওয়ানিকে রোমান্স করতে করতে বিছানা থেকে মাটিতে শোয়ালেন খেসারি লাল যাদব

সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক ঝলক ভাইরাল হয়েছে। আর এই ঝলকেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা ঘোষের দেখা মিলেছে। তার সাথেই রোমান্টিক হতে দেখা গিয়েছিল অভিনেতাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও নায়ক। তার গাওয়া যেকোন গানই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয় নিমেষে। তবে সম্প্রতি তার যে গানের ঝলকটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেটি দেখে রীতিমতো রাতের ঘুম উড়েছে তার অভিনেতার ভক্তদের।

ভিডিওতে জনপ্রিয় ভোজপুরি ‘এ বালাম জি মুয়া দেবা কা’ গানটি শোনা গিয়েছে। এই মিউজিক ভিডিওতেই বন্ধ ঘরের মধ্যেই কেশরী লাল যাদব ও পূজা ঘোষকে খুব ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। ভিডিওতে খুব সম্ভবত স্বামী-স্ত্রী হিসেবেই ছিলেন তারা। ক্যামেরার সামনেই মধ্যরাতে একে অপরের সাথে সময় কাটাচ্ছিলেন তারা। উল্লেখ্য, ভিডিওতে রয়েছে নাচের দৃশ্যও, যা বেশ উপভোগ করেছেন ভোজপুরি দর্শকরা। এই ভিডিওটি ৩ বছর আগে ‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ঝলকটি ৮০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ভিডিও ভোজপুরি দর্শকদের একাংশের মধ্যে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে।

উল্লেখ্য, গানটি কেশরী লাল যাদব ও পূজা ঘোষের কণ্ঠেই শোনা গিয়েছিল ভিডিওতে। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘কুলি নম্বর ১’এর গানের দৃশ্য এটি। এই গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। গানের সুর দিয়েছিলেন শ্যাম-আজাদ। সম্প্রতি এই গানের সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় প্রশংসিত ও চর্চিত পূজা-কেশরী। এনারা ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল কাজল রাগওয়ানী, সঞ্জয় পান্ডে, দেব সিং, মহেশ আচার্য্যের মতো একাধিক নামি ভোজপুরি তারকাদের।