BB Specialসোশ্যালে মিম

সোশ্যালে মিম : গরুর দুঃখে সমব্যথী বুলবুলরা ধেয়ে আসছে

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জী : ক’দিন ধরেই একটা খবরে নেট দুনিয়া তোলপাড় বিজেপি নেতা বলেছেন গরুর দুধে সোনা আছে, তাই গরুর দুধের রং হলুদ। যেই না কথাটা মুখ থেকে একবার বেরিয়েছে ওমনি সোশ্যাল মিডিয়া ট্রোল হতে শুরু করেছে।

Advertisement
Advertisement

এই নিয়ে গরু কিন্তু খুব চিন্তায় পড়েছে। তার জ্বালা-যন্ত্রণার শেষ নেই। তার এই খবরটা যেন তার জীবন টাকে একেবারে নরক বানিয়ে দিয়েছে।

Advertisement

তার সমব্যথী হিসাবে ছুটে এসেছে তার বন্ধু ষাঁড়।ইংরেজিতে যাকে আমরা বুল বলি। তবে বুল কিন্তু শুধু আসছে না, বুল তার আরেকজন বন্ধু অর্থাৎ বুলবুলরা একসঙ্গে ধেয়ে আসছে ঝড়ের গতিতে।

Advertisement
Advertisement

আরও পড়ুন : আয়লা কেও হার মানাবে সাইক্লোন ‘বুলবুল’, ১৩৫ কিমি বেগে ধেয়ে আসছে রাজ্যে

বুলবুল একটি ঝড়ের নাম। যা আছড়ে পড়বে মধ্যরাতে। মূলত সুন্দরবন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দীঘা, মন্দারমনি অঞ্চলেও তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। সরকারি ক্ষেত্রে জাতীয় উদ্যান বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সুন্দরবন এলাকায় ঝড়ের গতি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মাইকিং করে সরানো হচ্ছে সাধারণ মানুষকে।

উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, এই সব জায়গার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। বুলবুল নামটির নামকরণ করেছে পাকিস্তান। উপকূলবর্তী অঞ্চলের মানুষজন আতঙ্কিত। এই ঝড়েতে তাদের বেশ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব দেখে শুনে সত্যি বলতে হয় ‘প্রকৃতির কাছে মানুষ বেশ অসহায়’।

Advertisement

Related Articles

Back to top button