দিলীপ-শুভেন্দুর মিছিলে ইট বৃষ্টি, বাইক ভাঙচুর, বিজেপি-তৃণমূল দাঙ্গার মাঝে রণক্ষেত্র টালিগঞ্জ

শুভেন্দু(Suvendu Adhikari)-দিলীপের(Dilip Ghosh) মিছিলকে টার্গেট করে ইট বৃষ্টি তৃণমূল সমর্থকদের, পালটা বাইক ভাঙচুর করলেন বিজেপি সমর্থকরা

Advertisement

Advertisement

বিজেপির মিছিলে আবারও হাওলা চালানোর অভিযোগ উঠল শাসক শিবিরের বিরুদ্ধে। সোমবার দক্ষিণ কলকাতায় বিজেপির হাইভোল্টেজ রোড শো চলছিল। সেই সময় রাস্তার অপর প্রান্ত দিয়ে ছোড়া হল ইট পাটকেল। বিজেপির অভিযোগ, চারু মার্কেট থানা এলাকায় দলের পতাকা হাতে হামলা চালিয়েছে শাসক শিবিরের কর্মী সমর্থকরা। এর পরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে সেই এলাকা।

Advertisement

ইট বৃষ্টি পালটা ভাঙচুর করতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় এলাকায় থাকা বাইক, সাইকেল রিকশা। হাতে ছিল তাদের বিজেপির পতাকা। সেই পতাকা হাতেই চারু মার্কেট থানা এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সামনে তখন ট্যাবলোতে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও।

Advertisement

এইদিন টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। দুপুর ৩ টে নাগাদ বিপুল পরিমাণ বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল শুরু হয় প্রিন্স আনওয়্যার শাহ রোডের মোড় থেকে। প্রথমে সেখনেই রাস্তার অপর দিকে জমায়েত করে বিক্ষোভ দেখায় কিছু শাসক শিবিরের সমর্থকেরা। তাদের হাতে ছিল কালো পতাকা। এছাড়া তাদের হাতের পোস্টারে লেখা ছিল ‘গো ব্যাক মীরজাফর’। কিছুটা মিছিল এগিয়ে যেতেই শুরু হয় সংঘর্ষ।

Advertisement

জানা গিয়েছে যে, এইদিন গেরুয়া শিবিরের রোড শো দেশ প্রাণ শাসমল রোড পার করার সময় রাস্তার প্রান্তে শাসক শিবিরের কর্মীরা ঘাস্ফুল পতাকা নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন। ঠিক সেই সময় পালটা অশ্লীল অঙ্গভঙ্গি করেন বিজেপি সমর্থকেরা। উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুঁড়তে থাকেন তৃণমূল কর্মীরা। ক্ষুব্ধ হয়ে মিছিল থেকে বেরিয়ে আসেন বিজেপির সমর্থকরা। তৃণমূল কর্মী-সমর্থকদের গলির মধ্যে ধাওয়া করে নিয়ে যান তারা।

চারু মার্কেটের থানার গলিতে শুরু হয় ঝামেলা। একের পর এক বাইক, সাইকেল ভাঙচুর শুরু হয়। আগুল লাগিয়ে দেওয়া হয় মোটরবাইকে। বিজেপির পক্ষ থেকে অহিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূলের লোকজন। তৃণমূলের অভিযোগ, বিজেপি–র কর্মীরাই আগে অশান্তি শুরু করেছে। এদিকে, বিজেপি–র পক্ষ থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। তাঁদের কথায়, মিছিলের অনুমতি নেওয়া সত্ত্বেও নিরাপত্তা দিতে ব্যর্থ কলকাতা পুলিশ। ঘটনায় এক বিজেপি সমর্থক মাথায় গুরুতর চোট পেয়েছে বলে জানা গিয়েছে।

Recent Posts