বড় উপহার EPFO কর্মীদের, এই দিনে অ্যাকাউন্টে আসতে চলেছে ৬৬ হাজার টাকা

কর্মীরা তাদের EPF অ্যাকাউন্টে ৮.১৫% সুদ পাবেন

Advertisement

Advertisement

চলতি অর্থবছরে অবশেষে সুদের হার বাড়ালো EPFO। ২০২১-২২ অর্থবছরে কর্মীদের ভবিষ্যৎ তহবিল আমানতের ওপর চার দশকের মধ্যে সবচেয়ে কম সুদের হার নির্ধারণ করা হয়েছিল। ওই অর্থবছরে সরকার সুদের হার ৮.১% নির্ধারণ করেছিল। তবে এবার ২০২২-২৩ অর্থবছরের সরকার এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ০.০৫% বাড়ালো। এবার কর্মীরা তাদের EPF অ্যাকাউন্টে ৮.১৫% সুদ পাবেন।

Advertisement

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২২-২৩ আর্থিক বছরের জন্য সুদের হার ০.০৫ শতাংশ বাড়িয়ে ৮.১৫ শতাংশ করেছে। আগে ছিল ৮.১০%। এটি FY19 এর পর প্রথম বৃদ্ধি। ২০২২ সালের মার্চ মাসে, সরকার ৬ কোটিরও বেশি সক্রিয় গ্রাহকদের জন্য ৮.১০ শতাংশে EPF হার নির্ধারণ করেছিল, যা ১৯৭৭-৭৮ সালের পর থেকে সর্বনিম্ন।

Advertisement

প্রভিডেন্ট ফান্ডের কর্মীরা যদি ৬ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তারা ৫০ হাজার টাকা পেয়ে যাবেন। নতুন অর্থবছরে যেহেতু সুদের পরিমাণ ৮.১৫ শতাংশ, তাই তাদের একাউন্টে ৫০ হাজার টাকা করে আসবে। যারা এতে ৮ লাখ টাকা বিনিয়োগ করে রেখেছেন তাদের ওই ৮.১৫% এর হিসাবে অ্যাকাউন্টে ৬৬ হাজার টাকা সুদ হিসেবে আসবে। কেন্দ্রীয় সরকার এই প্রসঙ্গে কোনো অফিসিয়াল বিবৃতি না দিলেও মিডিয়া রিপোর্ট অনুযায়ী ১৫ জুনের মধ্যে এই টাকা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।

Advertisement

Recent Posts