Bhojpuri: ব্লাউজে আম্রপালি দুবেকে দেখে পাগল হলেন নিরাহুয়া, রোমান্সে ভেঙে পড়ল

এই ভিডিওতে দুজনকে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে আরো বেশি করে রোম্যান্স করতে

Advertisement

Advertisement

ভোজপুরি জগতের সবথেকে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন নিরাহুয়া ওরফে দিনেশ লাল যাদব। তিনি তার প্রতিটি ছবির মাধ্যমে এই জগতকে নতুনভাবে অনুপ্রানিত করেন। তার প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারে জনপ্রিয়। সঙ্গেই তার সিনেমার বিভিন্ন গান এখনো ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে বেশ ভাইরাল। সিনেমা তো হিট হয়েই থাকে, যদি আমরা গানের ব্যাপারেও কথা বলি, এই তারকার গান ইউটিউব দুনিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায় জনপ্রিয়। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

Advertisement

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে, আম্রপালি দুবে এবং নিরহুয়াকে রোম্যান্সের সমস্ত সীমা অতিক্রম করতে দেখা যায়। এই ভিডিওতে নিরহুয়া এবং আম্রপালিকে গোপনে একে অপরকে ভালবাসতে দেখা যাচ্ছে। আমরা ভোজপুরি গান না জানে কা হো গেল দিলওয়া কে আজ’ সম্পর্কে কথা বলছি, যেখানে উভয় তারকাকে একসাথে রোমান্স করতে দেখা যাচ্ছে, তাও আবার সবার আড়ালে গিয়ে। এই ভোজপুরি গানটি শ্রোতারা বেশ পছন্দ করছেন। গানটি এখন পর্যন্ত ৪ লাখের বেশি ভিউ পেয়েছে। এই গানটি ইন্টারনেটে প্রচুর বার দেখা হচ্ছে। খুব ভাইরাল হচ্ছে এই গানটি। এই গানে আম্রপালি দুবেকে খুব সুন্দর লাগছে। এই গানে তার নাচ অসাধারণ।

Advertisement

Recent Posts