Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tridha: ত্রিধা চৌধুরীর সাহসী চেহারা, বাথরুমে তোয়ালে জড়িয়ে ভিডিও পোস্ট করলেন আশ্রমের ববিতা

টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য” থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তারপর তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর হিন্দি ওয়েব সিরিজ “আশ্রম” এ ববিতা বৌদি চরিত্রে অভিনয় করে। ববি দেওলের সাথে ত্রিধার অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্ত লক্ষ লক্ষ নেটিজেনের রাতের ঘুম উড়িয়েছে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী বরাবর তার সাহসী মানসিকতার জন্য সোশ্যাল মিডিয়াতে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠেন। মাঝেমাঝেই অন্তরঙ্গ মুহূর্তের সিনে নিজেকে যেমন সঁপে দেন, তেমন কখনো আবার সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো পোশাক পরে বা সাহসী পোজে ছবি তুলে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। আসলে পরিচালক প্রকাশ ঝা এর আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে অভিনেত্রী ত্রিধার জনপ্রিয়তা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই আশ্রম ওয়েব সিরিজে ত্রিধা চৌধুরীর অভিনীত ববিতা চরিত্রটির বোল্ডনেস দেখে কার্যত চমকে গিয়েছিলেন অনেকেই।

এখন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে টক অফ দ্যা টাউন হয়ে ওঠে। আসলে অভিনেত্রী ফ্যানেরা ছবিতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বয়ে দেন। তাই তো ছবি পোস্ট করলেই দাবানলের মতো তা ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে যায়। সম্প্রতি অভিনেত্রী তার বাথরুম লুক সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। তিনি বাথরুমে কিভাবে নিজেকে সাজিয়ে নেন এই নিয়েই এই ভিডিওটি।

এই ভিডিওটির প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি তোয়ালে জড়িয়ে হাতে নিজের আইফোন নিয়ে ক্যামেরার সামনে দাড়িয়ে একটি মিরর ভিডিও গ্রহণ করছেন। পরমুহূর্তেই ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে কিছুক্ষণের বিরতি নিয়ে আবারো ফিরে এলেন অভিনেত্রী। তবে এবারে একদম অন্য লুকে। এবারে তার পরনে আছে একটি সবুজ রঙের জ্যাকেট, লাল রঙের চুল এবং কাধে একটি স্লিং ব্যাগ ঝোলানো। এই দুই লুকেই অভিনেত্রিকে দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।