মৃত্যুর পরে মাথায় নতুন মুকুট, ‘দাদা সাহেব ফালকে’ সম্মানে সম্মানিত হল সুশান্ত সিং রাজপুত

Advertisement

Advertisement

দাদাসাহেব ফালকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র পুরস্কার। এই পুরস্কারটি প্রদান করা হয় ভারত সরকারের দ্বারা আয়োজিত ডিরেক্টর অফ ফিলম ফেস্টিভেল নামক একটি অনুষ্ঠানে। এ বছরে ভারতীয় চলচ্চিত্র জগতের বেশ কয়েক অভিনেতা অভিনেত্রী এই পুরস্কার অর্জন করেছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার হিসেবে একটি স্বর্ণ কমল পদক এবং ১০,০০,০০০ টাকা উইটি শাল দেওয়া হয়। ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ফালকে। তার সম্মানে এই পুরস্কার প্রতিবছর দেওয়া হয়ে থাকে। ১৯১৩ খ্রিস্টাব্দে রাজা হরিশচন্দ্র নামে এক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম নির্মাণ করেছিল ভারতে এই ফালকে।

Advertisement

২০২১ সালে গত শনিবার দিন দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। টেলি সিরিয়াল ওয়েব সিরিজ সঙ্গীত এবং চলচ্চিত্র এর অন্তর্গত একাধিক তারকা এই সম্মানে সম্মানিত হয়। এবছরে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর উদ্দেশ্যে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণা করা হয়।

Advertisement

অন্যতম জনপ্রিয় সিনেমা লক্ষ্মীর জন্য সেরা অভিনেতার খেতাব অর্জন করল অক্ষয় কুমার। আগের বছরই মুক্তি পেয়েছিল ছাপাক নামে এক হিন্দি ছবি সেই ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার অর্জন করেন। এই ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত তিনি ঐ পুরস্কারে পুরস্কৃত হন। গিলটি নামে নেটফ্লিক্সের এক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন কিয়ারা তিনি এই পুরস্কারে পুরস্কৃত হন।সেরা ছবি হিসেবে পরিচিত হয় তানহাজি আনসাং ওয়ারিয়র। এই সিনেমাটি বানিয়েছিল মাইতি।এবং কাস্ট ছিল কাজল, সাইফ আলি খান ও অজয় দেবগন। এরপরে ব্ল্যাক কমেডি মুভি লুডু সিনেমার সেরা পরিচালক হিসেবে অনুরাগ বাসু পুরস্কার পায়। নেটফ্লিক্স প্লাটফর্মে এই ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির কাজ ছিল অভিশেক বাচ্চান সানিয়া মালহোত্রা, আদিত্য রয় কাপুর ,রাজকুমার রাও, ফাতিমা সানা শেখ, রহিত সরফ ,ত্রিপাঠী। কুনাল খেমু সেরা কৌতুক অভিনেতা হিসেবে এই পুরস্কার পায়। নোরা ফাতেহি পুরস্কার পেয়েছিলেন নিত্য শিল্পী হিসেবে।ছোটপর্দার অন্যতম সেরা অভিনেতা হিসেবে সুরভী চান্দনা এবং ধীরাজবাবুর এই পুরস্কারে পুরস্কৃত হয়। কুণ্ডলী ভাগ্য নামে এক ধারাবাহিকে তারা অভিনয় করে। “স্ক্যাম ১৯৯২” হার্ষদ মহেতা পরিচালিত এই ওয়েব সিরিজটি অন্যতম সেরা ওয়েব সিরিজের সম্মানে সম্মানিত হয়।

Advertisement