ভারতে দেখা মিলল বিরল প্রজাতির সাদা রঙের কোবরার, বিরল প্রজাতির এই সাপকে ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার জগতে ভাইরাল এই অ্যালবিনো স্নেক

Advertisement

Advertisement

আপনারা সবাই নিশ্চয়ই কিং কোবরা দেখেছেন একবার না একবার। যদি আপনি রিয়েল লাইফে না দেখে থাকেন, তাহলেও আপনি গুগল করে অবশ্যই এই সাপের ছবি দেখেছেন। এই সাপটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি। যদি এটি একবার আপনাকে দংশন করে তবে এর থেকে নিজেকে সংরক্ষণ করা খুব কঠিন। এর শরীর কালো এবং তার উপর একটি সাদা ডোরা থাকে। কিন্তু আপনি কি সাদা রঙের কোবরা দেখেছেন? ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, IFS অফিসার সুশান্ত নন্দা টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে আপনি একটি সম্পূর্ণ দুধ সাদা রঙের একটি কিং কোবরা দেখতে পাচ্ছেন।

Advertisement

ভিডিও পোস্ট করে সুশান্ত নন্দা লিখেছেন, অ্যালবিনো কোবরাকে মানুষের হাত থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। একবার দেখুন সে তার স্বাধীনতা পেয়ে কতটা খুশি। হ্যা, আপনি ঠিকই শুনছেন, সাদা রঙের এই কোবরা অ্যালবিনো কোবরা নামে পরিচিত। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে একটি বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা গেছে এই ধরনের বিরল প্রজাতির কোবরাকে। ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার কনজারভেশন ট্রাস্টের কর্মীরা সেটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন বলেও খবর।

Advertisement
Advertisement

গত বছরের অক্টোবরে পুনেতেও এমন একটি সাপ পাওয়া গিয়েছিল। সাদা রঙ এবং লাল চোখের এই কোবরা অন্যান্য সাধারণ সাপের তুলনায় অত্যন্ত বেশি বিষাক্ত। এটি খুব দ্রুত চলে। অ্যালবিনোকে বিশ্বের ১০টি বিরল প্রাণীর মধ্যে গণ্য করা হয়। প্রায় পাঁচ ফুট লম্বা এই সাপের রং সাদা কারণ এর ত্বকে মেলানিনের অভাব রয়েছে। মেলানিন কমে যাওয়ার কারণে ত্বকের রং দুধ সাদা হয়ে যায়। এই প্রজাতিটি এখন বিলুপ্তির পথে। বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে এখন পর্যন্ত মাত্র ৮ থেকে ১০টি সাদা কোবরা দেখা গেছে।