Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Janmashtami: জন্মাষ্টমীতে এইভাবে সাজিয়ে তুলুন গোপালকে, কীভাবে সাজাতে হয় ভগবান কৃষ্ণের দোলনা, জেনে নিন

হিন্দু ধর্মে শ্রী কৃষ্ণ বিশেষ স্নেহের দেবতা, কেউ তার বাল্য রূপ কে পুজো করেন, তো কেউ আবার তার যৌবন রূপকে আরাধ্য বলে মানেন। এই বছর 18 আগস্ট অর্থাৎ আজকে সারাদেশে…

Avatar

হিন্দু ধর্মে শ্রী কৃষ্ণ বিশেষ স্নেহের দেবতা, কেউ তার বাল্য রূপ কে পুজো করেন, তো কেউ আবার তার যৌবন রূপকে আরাধ্য বলে মানেন। এই বছর 18 আগস্ট অর্থাৎ আজকে সারাদেশে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হচ্ছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই দিনে, কানহার ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপের আরাধনা করেন। তাই শুধু লাড্ডু গোপালকেই নয়, তার দোলনাও খুব সুন্দর করে সাজায় তারা। আপনিও যদি এই দিনটিকে বিশেষ করে তুলতে লাড্ডু গোপাল এবং তার দোলনা সাজানোর উপায় খুঁজছেন, তাহলে এই টিপসগুলি আপনাকে সাহায্য করতে পারে।

আসুন দেখে নেই কি রূপে সাজাতে হবে লাড্ডু গোপালকে ও তার দোলনা কে:-
ভগবান শ্রী কৃষ্ণের দোলকে এভাবে সাজান; কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রী কৃষ্ণের দোলনা সাজাতে বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করুন। দোলনা সাজাতে ফেয়ারি লাইটও ব্যবহার করা যেতে পারে। এরপর দোলনায় লাল মখমল বা সিল্কের কাপড় বিছিয়ে দিন। নলাকার বালিশ সহ একটি ছোট বিছানা রাখুন। এরপর দোলনার চারপাশে রঙিন ফুল বিছিয়ে চারদিকে তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। দোলনায় একটি লোহার চেইন রাখুন এবং তাজা ফুল দিয়ে এই চেইনটি সাজান। ভগবান কৃষ্ণের দোলনার সামনে একটি আবিরের আল্পনা তৈরি করুন। এর পরে, শ্রী কৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালকে দোলনায় রাখুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাল গোপালকে সাজাতে এই টিপসগুলি অনুসরণ করুন-
দোলনা সজ্জিত করার পরে, গোপালকে মাতৃ স্নেহে স্নান করিয়ে, নতুন পোশাক, গয়না, মুকুট এবং গলায় তাজা ফুলের মালা পরিয়ে ভগবান কৃষ্ণের একটি ছোট মূর্তি প্রস্তুত করুন। ভগবান শ্রী কৃষ্ণের দোলায় বাঁশি রেখে, তাকে দোলনায় বসাও।

ভোগ হিসেবে ঠাকুরকে মাখন, লাড্ডু, ক্ষির ও বিভিন্ন প্রকারের মিষ্টি উৎসর্গ করুন। এই সব খাবার গোপালের খুব প্রিয়। এই ভাবে পুজো করলে গোপাল সর্বদা আপনার ঘরে অচলা হয়ে বসবাস করবে। ভোগ শেষে গোপালকে শয়ন করতে ভুলবেন না যেনো।

About Author