Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমাদের কাজে লাগবে!

লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথির দিনে তৎকালীন যশোর জেলায় বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরাশি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত।…

Avatar

লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথির দিনে তৎকালীন যশোর জেলায় বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরাশি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তার বাবার নাম রাম নারায়ন ও মায়ের নাম কমলা দেবী বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ পিতা-মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি লোকনাথ কে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেওয়া হয় এসময় তার সঙ্গী হোন বাল্যবন্ধু বেণীমাধব ধীরে ধীরে বাবা লোকনাথ হয়ে উঠলেন একজন সিদ্ধপুরুষ।

আজকে আমরা জানব বাবা লোকনাথের এমন কিছু বাণী যা জীবনে চলার পথে আমাদের কাজে লাগে –

১) যাহারা আমার নিকট আসিয়া, আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আদ্র হয়, এই আদ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে, তুই বলিস আমি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমি যে আমি যে কি কোন আমি কোনো মিত্রতা হইতে পারে না।

৩) সত্য এর মত পবিত্র আর কিছু নেই, সত্যিই স্বর্গ গমন এর একমাত্র সোপান রূপ সন্দেহ নেই।

৪) যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।

৫) অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করা, সময় বিশ্ব দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোন লাভ নেই।

৬) গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।

৭) যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ন জিতেন্দ্রিয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করেন না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন।

৮) আমিও তোদের মত খাই-দাই মল-মূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আর আমি জে কে আর কাকে সবাই তো ছোট ছোট চাওয়া নিয়ে ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে।

৯) দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব আমি গ্রহণ করবো দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি।

Written By – শ্রেয়া চ্যাটার্জি

About Author