Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ভালবাসার সপ্তাহের আলিঙ্গন দিবস, জেনে নিন এই আলিঙ্গন দিবসের মাহাত্ম্য

শ্রেয়া চ্যাটার্জী : আর ঠিক দুদিন পরেই সারা বিশ্বে সাড়ম্বরে পালিত হবে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন। আর এর আগের দিন গুলিতে সেই ভ‍্যালেনটান্স ডে-র প্রস্তুতিতে চলতে থাকে সপ্তাহব‍্যাপী বিভিন্ন…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : আর ঠিক দুদিন পরেই সারা বিশ্বে সাড়ম্বরে পালিত হবে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন। আর এর আগের দিন গুলিতে সেই ভ‍্যালেনটান্স ডে-র প্রস্তুতিতে চলতে থাকে সপ্তাহব‍্যাপী বিভিন্ন আঙ্গিকে পালন, একেক দিন একেক ভাবে আমরা সেলিব্রেট করে থাকি। ভ্যালেন্টাইন্স ডের দুদিন আগে অর্থাৎ ১২ ই ফেব্রুয়ারি হল আলিঙ্গন দিবস বা Hug Day, যেটি ঠিক ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবসের আগের দিন পালিত হয় এই আলিঙ্গন দিবস দিনটি।

যদিও আপনাদের সম্পর্কটি সুমধুর হয়ে থাকে তাহলে আলিঙ্গন করার জন্য কোন নির্দিষ্ট দিবহ বা ডে-র কোন আড়ম্বর প্রয়োজন হয়না , তা যে কোনো সময় যে কোন কারনেই বা কোন কারন ছাড়াই আলিঙ্গন করার ইচ্ছে হতে পারে। আলিঙ্গন হলো এমন একটি অনুভূতি যেখানে শুধুমাত্র দুটো শরীর একত্রিত হয় না, তার মধ্যে অন্তর্নিহিত থাকে মাধুরী মেশানো মদিরতায় আবিষ্ট অনাবিল নিবিড় প্রেম। তাছাড়াও আলিঙ্গন হল প্রেমের এমন একটি বহি:প্রকাশ যেখানে আপনি কাছের মানুষটির কাছে সুরক্ষিত এবং নিরাপদ। এর রসায়ন বিশ্লেষণ করতে হলে বিজ্ঞানের পরিভাষায় বলা যায়- আপনি আপনার মনের মানুষের সাথে আলিঙ্গনাবদ্ধ হলে অক্সিটোসিন নামক হরমোন নিঃসরণ হতে পারে এবং যার ফলে আপনার মানসিক অবস্থা, মেজাজ সাধারণত অনেকটাই ঠাণ্ডা রাখে, যেন একটা ফুরফুরে ভাব থাকে আর খুশ মেজাজে থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ ভালবাসার সপ্তাহের আলিঙ্গন দিবস, জেনে নিন এই আলিঙ্গন দিবসের মাহাত্ম্য

পাশ্চাত্য দেশের রীতিকে অনুকরণ করে আমরা এখন এইসব দিবস পালন করি বটে তবে সত্যিই কি ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয়? একথা বলতে হলে বলতেই হয়- আমাদের এই কর্মব্যস্ত জীবনের যাতাকলে যদি একটা দিন ভালোবাসার দিন হিসাবে আমরা পালন করি, তাতে কোন ক্ষতি তো হয়ই না, সেখানে একটা মানসিক দিক দিয়ে উভয়ের প্রশান্তি পাওয়া যায়। দুটো ব্যস্ততম মানুষ যখন সকাল হতে না হতেই বেরিয়ে পড়ে নিজেদের কেরিয়ার গোছানোর তীব্র প্রতিযোগিতায়, তারা যদি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভালেন্টাইনস উইক পালন করতে গিয়ে একটা গোলাপ কিংবা একটা টেডি কেনে বা একবার আলিঙ্গন কিংবা একটা চুম্বনের স্পর্শ দেয়, তাহলে হয়তো দুটো মানুষেরই ভালো লাগার মুহূর্তটুকু খানিকটা জীবনটাকে উপভোগ‍্য করে তোলার রসদ যোগায়, একঘেয়েমির ক্লান্তি দূর হয়। তাই সবার কাছেই এই ভালোবাসার দিনগুলি প্রতি বছর বারবার ফিরে আসুক, বেচে থাক প্রতিটি জীবনে সুন্দর সুসজ্জিত মনের ভাবকে আনন্দে ভরপুর করে তোলার জন্য।

About Author