মাত্র ৫০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে Maruti Wagon R, দেখে নিন জবরদস্ত অফার

এই গরমে দুই চাকার গাড়ি চালিয়েও শান্তি নেই। অনেকেই হয়তো ভাবছেন একটা চার চাকা গাড়ি হলে মন্দ হতো না। যদি আপনার কাছে নতুন গাড়ি কেনার টাকা না থাকে তবে আপনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনতে পারেন। দু’চাকার দামে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি পেয়ে যাবেন। আপনি এই তালিকায় মারুতি সুইফট এবং ওয়াগন আর-এর মতো গাড়িগুলি ভাল অবস্থায় এবং কম দামে পেয়ে যেতে পারেন। কিন্তু এতো কম দামের মধ্যে মারুতি কোম্পানির গাড়ি পাবেন কোথা থেকে?

আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান তবে ট্রুভ্যালু ওয়েবসাইট থেকে মারুতি ওয়াগন আর কিনতে পারেন মাত্র ৫০ হাজার টাকায়। এই পেট্রোল মডেলের গাড়িটি এখনও পর্যন্ত ১.১১ লক্ষ কিলোমিটার ছুটেছে বলে বিক্রির বিজ্ঞাপনে দাবি করা হয়েছে।

second hand maruti wagn r

এই মারুতি ওয়াগন আর গাড়ির রেজিস্ট্রেশন রাজস্থানের কোটা থেকে। গাড়িটি খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। ট্রু ভ্যালুও এই গাড়ির সত্যতা যাচাই করেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও ট্রুভ্যালুতে আপনি একটি সেকেন্ড হ্যান্ড মারুতি সুইফট পাবেন। যার চাহিদা মূল্য মাত্র ৯০ হাজার টাকা। ২০০৯ মডেলের মারুতি সুইফট এখনও পর্যন্ত ১.৩৮ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছে। যদি এই দুটি গাড়ি কিনতে চান তবে ট্রুভ্যালুর সাথে যোগাযোগ করতে পারেন।