Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ে না হওয়া ছেলেদের সঙ্গে কার্তিকের তুলনা করে বলা হয় আইবুড়ো কার্তিক, আপনি কি জানেন কার্তিক কে কেন চিরকুমার বলা হয়?

শ্রেয়া চ্যাটার্জি : দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সবশেষ। তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এত সহজে কি আর পুজো শেষ হয়? সামনেই রয়েছে কার্তিক পুজো। কার্তিকের জন্ম হয় অমাবস্যা তিথিতে,…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সবশেষ। তবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এত সহজে কি আর পুজো শেষ হয়? সামনেই রয়েছে কার্তিক পুজো। কার্তিকের জন্ম হয় অমাবস্যা তিথিতে, তারপর পাঁচ দিনে তিনি প্রাপ্তবয়স্ক হন। ষষ্ঠ দিনে তিনি দেবসেনাপতি অভিষেক পান। তারপরের তিথিতে দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ স্থির করা হয়। দেবসেনা ছিলেন ব্রহ্মার কন্যা তবে মতান্তরে ইন্দ্রর কন্যা। পাত্রী যখন ঠিক হয়েই গিয়েছিল, তবে কার্তিকের বিয়েটা হল না কেন?

কার্তিক দেবসেনা কে বিয়েই করতে যাননি। নিয়ম অনুযায়ী বিয়ের দিন ছেলের মা সকাল বেলা কলাপাতায় ভাত খাবেন, কারণ ছেলের বউ এসে যদি খেতে না দেন সেই কারণে, কিন্তু কার্তিকের যেদিন বিয়ে ছিল, সেদিন মা দুর্গা কলাপাতায় ভাত খেতে বসেছেন, এই দৃশ্য দেখে ফেলেন কার্তিক। মায়ের এমন অবস্থা দেখে, তিনি মনে মনে খুব কষ্ট পান। আর প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি আর কোনদিন বিয়ে করতে যাবেন না। ব্যস, সেই থেকেই কার্তিকের নামের আগে আইবুড়ো কথাটি জুড়ে দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author