Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবার জন্য জুতো পছন্দ করে নিয়ে আসল ধোনির মেয়ে জিভা, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: বাবা মায়ের সাফল্যের দৌলতে স্টারকিডসরাও বেশ খানিকটা ফেম পেয়ে যায় জন্মের পর থেকেই। বলিউড সেলেব থেকে ক্রিকেটার সকলের ছোট সন্তানরা নিজগুনে নানান সময়ই ভাইরাল হয়ে থাকেন। এক্ষেত্রে সঈফ-করিনার…

Avatar

কৌশিক পোল্ল্যে: বাবা মায়ের সাফল্যের দৌলতে স্টারকিডসরাও বেশ খানিকটা ফেম পেয়ে যায় জন্মের পর থেকেই। বলিউড সেলেব থেকে ক্রিকেটার সকলের ছোট সন্তানরা নিজগুনে নানান সময়ই ভাইরাল হয়ে থাকেন। এক্ষেত্রে সঈফ-করিনার ছেলে তৈমুরের স্থান টিআরপির শীর্ষে, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই।

এছাড়াও সোহা আলি খানের মেয়ে ইনায়া, করন জোহরের ছেলে মেয়ে যশ ও রুহি, এবং ধোনির মেয়ে জিভা বিশেষ উল্লেখ্য, এনারাও পাবলিক প্লেসে উঠে আসেন মিডিয়ার ছত্রছায়ায়, ক্যামেরাবন্দি হয় এদের সকল কার্যকলাপ। তাদের নিয়ে নানারকম গুঞ্জন ও বিতর্ক সেলেব সহ সাধারন মানুষদের কাছে হট টপিক। ক্যামেরায় ধরা পড়া খুদেদের বিভিন্ন ওঠাপড়াও ভীষন উপভোগ করেন নেটিজেনরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এশিয়া একাদশে খেলবে ভারতীয় এই চার ক্রিকেটার, জানাল সৌরভ গাঙ্গুলি

এমনই এক মজার ছবি ধরা পড়ল সোশালে। ‘ফিল্মিজ্ঞান’ থেকে পোস্ট হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে জুতো পছন্দ করতে সাহায্য করছেন তার ছোট্ট মেয়ে জিভা। দুই হাতে দুটো জুতো নিয়ে দেখা যাচ্ছে তাকে। সোশালে খুবই ভাইরাল এই ছবিটি। উপছে পড়ছে মাহিকন্যা জিভার কিউটনেস। জিভার সেই কিউটনেসে ভরা ছবিটি নীচে রইল আপনার জন্য।

About Author