Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পূজোর মরশুমে আসছে ‘সা রে গা মা পা ২০২০’, বিচারকদের আসনে থাকছে বড় চমক

ZEE বাংলার জনপ্রিয় শো 'সারেগামাপা'র শুরু হয়ে গিয়েছে শনিবার ২৬ সেপ্টেম্বর থেকে। এই শোয়ে প্রথমবার দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। প্রতিবছর যীশু সেনগুপ্ত এই জনপ্রিয় সঙ্গীত শোয়ের সঞ্চালনা করতেন। কিন্তু ২০২০…

Avatar

ZEE বাংলার জনপ্রিয় শো ‘সারেগামাপা’র শুরু হয়ে গিয়েছে শনিবার ২৬ সেপ্টেম্বর থেকে। এই শোয়ে প্রথমবার দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। প্রতিবছর যীশু সেনগুপ্ত এই জনপ্রিয় সঙ্গীত শোয়ের সঞ্চালনা করতেন। কিন্তু ২০২০ তে সবই নতুন, সবই ওলট পালট। এবারের সঞ্চালনায় বাজিমাত করলেন প্রিয় ব্যোমকেশ আবির, অন্যদিকে বিচারকদের আসনে জায়গা করে নিয়েছেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য্য, জয় সরকার এবং আরও দুইজন সঙ্গীত তারকা যারা বলিউড থেকে এসে মঞ্চ মাত করেছেন আকৃতি কক্কর (Akriti Kakar) ও মিকা সিং (Mika Singh)।

 

View this post on Instagram

 

সঙ্গীতের সেরা মঞ্চ, #ZeeBanglaSRGMP। বাংলার সেরা প্রতিভা এবং দেশের সেরা সঙ্গীত শিল্পী’দের নিয়ে শুরু হলো সঙ্গীতের এই মহোৎসব। সঙ্গীতের সেরা মঞ্চ, #ZeeBanglaSRGMP। বাংলার সেরা প্রতিভা এবং দেশের সেরা সঙ্গীত শিল্পী’দের নিয়ে শুরু হলো সঙ্গীতের মহোৎসব। Cue the music and drum rolls please! For #ZeeBanglaSRGMP2020 is ready to bring you the brightest talents and the best musicians with the biggest names in Music for another rocking season. #AllTheBestZeeBanglaSRGMP

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial) on

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জমজমাট এই শোয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত আসামের অমিত তালুকদার। নিজের কোন ফোন নেই, যাও বা ছিল তা ভেঙে গিয়েছে। বাড়ি ছেড়ে পালিয়েছিলেন সঙ্গীতের টানে। কিন্তু যেখানে দু’বেলা খাওয়া জোটে না সেখানে সঙ্গীত শিখবে কি করে অমিত। কানে শুনে শুনে গান রপ্ত করেন অমিত। এদিন সা রে গা মা – র মঞ্চে অরিজিত সিং এর একটি গান গেয়ে বিচারকদের মন জয় করে নিয়েছিলেন অমিত। এদিনের মঞ্চে অমিত পেলেন সারা জীবনের জন্য গুরু মনোময় ভট্টাচার্যকে, পাশাপাশি একটি আইফোনও (iPhone) পেয়ে গেলেন মিকা সিং এর থেকে। কার্যত নিজের ফোনটি মিকা অমিতের হাতে তুলে দেন রোজ গান শোনার জন্য।

পূজোর মরশুমে আসছে 'সা রে গা মা পা ২০২০', বিচারকদের আসনে থাকছে বড় চমক

সবমিলিয়ে সা রে গা মা পা জমজমাট। এবারের শোয়ে থাকছে আরও নতুন নতুন চমক।

About Author