Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Zara Sengupta: সোনা জিতল যীশুর মেয়ে, গর্বিত মা সোশ্যাল মিডিয়ার দিলেন সুখবর

যীশু সেনগুপ্ত টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। টলিউডের পাশাপাশি বলিউডেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। একজন হ্যান্ডসাম অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল বাবাও বটে। কাজের বাইরে যেটুকু সময় তিনি…

Avatar

যীশু সেনগুপ্ত টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেতা। টলিউডের পাশাপাশি বলিউডেও একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। একজন হ্যান্ডসাম অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল বাবাও বটে। কাজের বাইরে যেটুকু সময় তিনি পান বেশিরভাগটাই নিজের পরিবারের সাথে কাটাতে পছন্দ করেন। স্ত্রী ও দুই মেয়ের সাথে সময় কাটানোর একাধিক ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়।

Zara Sengupta: সোনা জিতল যীশুর মেয়ে, গর্বিত মা সোশ্যাল মিডিয়ার দিলেন সুখবর

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অভিনেতার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের ছোট মেয়ে জারার একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জিতেছে সে। জারার স্কুলে আয়োজিত একটি বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সে। সেখানেই তার বক্তৃতা সবার থেকে ভালো হওয়ায় সোনা পেয়েছে যীশু ও নীলাঞ্জনার ছোট কন্যা। এই খবর একজন গর্বিত মা হিসেবেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন নীলাঞ্জনা। এই খবর পেয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার জন্য একটি কবিতা লিখে পাঠিয়েছেন। সেই লেখা পাঠানোর জন্য শ্রীজাতকে ধন্যবাদও জানিয়েছেন নীলাঞ্জনা।

সৃজিত মুখার্জ্জী পরিচালিত ‘উমা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল যীশু ও নীলাঞ্জনার বড় কন্যা সারা সেনগুপ্ত। এই ছবিতেই একটি ছোট্ট রোলে দেখা গিয়েছিল জারাকেও। ইতিমধ্যেই অভিনয় জগতে তাদের ডেবিউ ঘটলেও এখনই পরপর কাজ করতে রাজি নন তারা। আপাতত নিজেদের পড়াশোনা নিয়েই ব্যস্ত যীশু ও নীলাঞ্জনার দুই কন্যা। ভবিষ্যতে বড়পর্দায় তাদের দেখা যাবে কিনা! তা সময়ই বলবে।

সম্প্রতি যীশু সেনগুপ্ত অভিনীত ‘বাবা বেবি ও’ মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এই ছবি সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে। সকলেই পছন্দ করছেন ছবিটি। যীশু সেনগুপ্ত জানিয়েছেন এই ছবিতে অনস্ক্রিন যীশু সেনগুপ্তর সাথে বাস্তবের যীশু সেনগুপ্তর মিল রয়েছে অনেকটাই। একজন বাবা হিসেবে এই ছবিতে নিজের চরিত্রটা অনেকটাই রিলেট করতে পেরেছেন অভিনেতা।

About Author