Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশ বিরোধী মন্তব্য করে চরম বিতর্কে অভিনেত্রী জায়রা ওয়াসিম

কৌশিক পোল্ল্যে: দেশ বিরোধী মন্তব্য করে আবারো আলোচনার শীর্ষে উঠে এলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। এর আগেও উস্কানিমূলক পোস্ট এর জেরে বেশকিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি, কিন্তু পরে আবার…

Avatar

কৌশিক পোল্ল্যে: দেশ বিরোধী মন্তব্য করে আবারো আলোচনার শীর্ষে উঠে এলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। এর আগেও উস্কানিমূলক পোস্ট এর জেরে বেশকিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি, কিন্তু পরে আবার ফিরে এলেন সেই একই ধরনের ঝাঁঝালো মন্তব্য নিয়ে যে কারণে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। পূর্বে দেশে পঙ্গপালের আক্রমণকে জায়রা আল্লার অভিশাপ হিসেবে অভিহিত করেন। সেই নিয়ে তাৎক্ষণিক সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া যদিও কারোর মন্তব্যের উত্তর দিতে রাজি নন এই অভিনেত্রী।

কটাক্ষের উপর পাল্টা ট্যুইট করে জায়রা লেখেন, ‘জবাবদিহী করতে হলে আল্লাহর কাছে করব’ এরপরই সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন দঙ্গল কন্যা। আবার সদ্যই একটি উস্কানিমূলক পোস্ট, অ্যানিমিয়া সম্পর্কে তিনি রক্তচোষার উপমা দিয়ে একপ্রকার ঠাট্টা করার চেষ্টা করেছেন যা একেবারেই ভালো চোখে দেখেননি ভারতীয় ইউজাররা। কাশ্মীরের মেয়ে হয়েও বহির্ভূত ভারতের বাসিন্দা মনোভাবী তার এই ভারতবিদ্বেষী ট্যুইটে জ্বলে উঠল‌ ট্যুইটার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এরপর সিনেমা জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। সে সময় সিনেজগতকে নিয়েও একপ্রকার বিদ্রুপ করতে ছাড়েনি জায়রা। যদিও দিনকে দিন ট্যুইটারে বিস্ফোরক মন্তব্যের আরেক নাম হয়ে উঠছেন জায়রা ওয়াসিম এ কথা বলাই যায়।
About Author